বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 4-5 August 2020

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 4-5 August 2020: প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 4-5 August 2020

1. কোন রাজ্য তুষার চিতা সংরক্ষণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে?

[A] হিমাচলপ্রদেশ

[B] অরুণাচল প্রদেশ

[C] উত্তরাখন্ড

[D] সিকিম

Show Ans

Correct Answer: [C] উত্তরাখন্ড

Short Note : উত্তরাখণ্ড রাজ্যে শীতের পর্যটন প্রচারের জন্য একটি তুষার চিতা সংরক্ষণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রটি উত্তরকাশি বন বিভাগ এলাকায় স্থাপন করা হবে। 

2. ‘World Day against Trafficking in Persons’ কবে পালিত হয়?

[A] 30 July

[B] 31 July

[C] 1 August

[D] 2 August

Show Ans

Correct Answer: [A] 30 July

Short Note: ‘World Day against Trafficking in Persons’ প্রতিবছর 30 July পালিত হয়। 

3. সম্প্রতি খবরে থাকা, ‘মহাত্মা গান্ধী সেতু’ কোন রাজ্যে অবস্থিত?

[A] পশ্চিমবঙ্গ

[B] গুজরাট

[C] বিহার

[D] মধ্যপ্রদেশ

Show Ans

Correct Answer: [C] বিহার

4. কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রিলায়েন্স পাওয়ারের সাথে চুক্তি করেছে?

[A] World Bank (WB)

[B] Asian Devlopment Bank (ADB)

[C] Asian Investment Infrustructure Bank (AIIB)

[D] International Monetary Fund (IMF)

Show Ans

Correct Answer: [B] Asian Devlopment Bank (ADB)

5. কোন রাজ্য সরকার ”E-Raksha Bandhan” নামে সাইবার ক্রাইম সচেতনতা অভিযান শুরু করেছে?

[A] কর্ণাটক

[B] তেলেঙ্গানা

[C] তামিলনাড়ু

[D] অন্ধ্রপ্রদেশ

Show Ans

Correct Answer: [D] অন্ধ্রপ্রদেশ

6. কে ‘British Grand Prix 2020’ জিতেছে?

[A] Sebastian Vettel

[B] Charles Leclerc

[C] Lewis Hamilton

[D] Valtteri Bottas

Show Ans

Correct Answer: [C] Lewis Hamilton

7. কোন দেশ ১৩ তম ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের আয়োজক হতে চলেছে?

[A] অস্ট্রেলিয়া

[B] নিউজিল্যান্ড

[C] দক্ষিন আফ্রিকা

[D] অংযুক্ত আরব আমিরাত

Show Ans

Correct Answer: [D] অংযুক্ত আরব আমিরাত

8. বিশ্ব সংস্কৃত দিবস ২০২০ কবে পালিত হয়?

[A] 1 August

[B] 2 August

[C] 3 August

[D] 4 August

Show Ans

Correct Answer: [C] 3 August

Download Monthly Current Affairs PDF

* Like Facebook Page*

*Join Telegram*

You May Also Like

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =

Scroll to Top