Bangla Current Affairs MCQ: 15 July 2020

Hi Readers, Today we are providing  Bangla Current Affairs MCQ: 15 July 2020 [Download PDF] Bangla Current Affairs is an essential part of any kind of Competitive Exam. You can download free PDF for future use. To get Daily Current Affairs PDF.

* Like Facebook Page*

Bangla Current Affairs MCQ: 15 July 2020

1. নিম্নলিখিত কোন সংস্থা ভারতে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা ঘোষণা করেছে?

[A] Facebook

[B] Microsoft

[C] Google

[D] Apple

Show Ans

Correct Answer: [C] Google

Short Note : Google -এর CEO সুন্দর পিচাই ১৩ জুলাই ২০২০ তারিখে ঘোষণা করেন আগামী ৫-৭ বছরে ‘Google for India Digitization Fund’ -এর মাধ্যমে ভারতে ৭৫, ০০০ কোটি টাকা, যা প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। 

2. রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে কাকে সরানো হয়েছে?

[A] মিলিন্দ দেওড়া

[B] অশোক গেহলট

[C] বসুন্ধরা রাজে

[D] সচিন পাইলট

Show Ans

Correct Answer: [D] সচিন পাইলট

Short Note : সচিন পাইলট কে রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

3. জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা কবে পালিত হয়?

[A] June 24

[B] March 10

[C] April 15

[D] July 11

Show Ans

Correct Answer: [D] July 11

Short Note : পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, দারিদ্র্য, মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের মতো জনসংখ্যার বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর ১১ জুলাই জাতিসংঘ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করে। 

4. Dudhwa Tiger Reserve কোন রাজ্যে অবস্থিত?

[A] হরিয়ানা

[B] মহারাষ্ট্র

[C] গুজরাট

[D] উত্তরপ্রদেশ

Show Ans

Correct Answer: [D] উত্তরপ্রদেশ

5. ‘India Cycles4Change Challenge’ কোন কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগ?

[A] Ministry of Power

[B] Ministry of New and Renewable Energy

[C] Ministry of MSME

[D] Ministry of Housing and Urban Affairs

Show Ans

Correct Answer: [D] Ministry of Housing and Urban Affairs

6. প্রতিবছর ‘Malala Day’ কবে পালিত হয়?

[A] ১২ জুলাই

[B] ১৩ জুলাই

[C] ১৪ জুলাই

[D] ১৫ জুলাই

Show Ans

Correct Answer: [A] ১২ জুলাই

7. কোন দেশ ভারতকে ‘Chahbahar Rail Project’ থেকে বাদ দিয়েছে?

[A] পাকিস্তান

[B] চীন

[C] ইরান

[D] আফগানিস্তান

Show Ans

Correct Answer: [C] ইরান

Short Note : রেললাইন নির্মাণের চুক্তিটি ইরান ও ভারত চার বছর আগে স্বাক্ষর করেছিল

8. 2021 এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা করেছে কোন দেশ?

[A] ভারত

[B] পাকিস্তান

[C] বাংলাদেশ

[D] শ্রীলংকা

Show Ans

Correct Answer: [D] শ্রীলংকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

16 − 14 =

Scroll to Top