Bangla Current Affairs MCQ: 16 July 2020

Hi Readers, Today we are providing  Bangla Current Affairs MCQ: 16 July 2020 [Download PDF] Bangla Current Affairs is an essential part of any kind of Competitive Exam. You can download free PDF for future use. To get Daily Current Affairs PDF.

* Like Facebook Page*

Bangla Current Affairs MCQ: 16 July 2020

1. লোকদের মুখোশ পরার আহ্ববান জানাতে কোন রাজ্য “রোকো – টোকো” প্রচার অভিযান শুরু করবে?

[A] গুজরাট

[B] দিল্লী

[C] মহারাষ্ট্র

[D] মধ্যপ্রদেশ

Show Ans

Correct Answer: [D] মধ্যপ্রদেশ

Short Note : লোকদের মুখোশ পরার আহ্ববান জানাতে মধ্যপ্রদেশ সরকার “রোকো – টোকো” প্রচার অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন – শিবরাজ চৌহান। 

2. NABARD, কোন রাজ্যের ২৯৮ টি জলাশয় প্রকল্পের জন্য ২২১.৮৯ কোটি টাকা বিতরণ করেছেন?

[A] হরিয়ানা

[B] পাঞ্জাব

[C] মহারাষ্ট্র

[D] কর্ণাটক

Show Ans

Correct Answer: [D] কর্ণাটক

Short Note : National Bank for Agriculture and Rural Development (NABARD), তিন লক্ষ হেক্টর জুড়ে ২৯৮ জলাশয় প্রকল্পকে সহায়তার জন্য ২২১.৮৯ কোটি টাকার অনুদান  দিয়েছেন। যেখানে ৬৬,৫০০ পরিবার উপকৃত হবে বলে আশা করা যায়। এছাড়াও, কর্ণাটকের প্রচার, দক্ষতা বিকাশ এবং রেকর্ডের ডিজিটাইজেশনের জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকে (SHG) আর্থিক সহায়তা প্রদানের জন্য ২.৫১ কোটি টাকা বিতরণ করেছেন। 

3. Asian Development Bank (ADB) -এর নতুন Vice-President পদে কে নিযুক্ত হবেন?

[A] Gita Gopinath

[B] Ashok Lavasa

[C] Nirmala Sitharaman

[D] Anil Kishora

Show Ans

Correct Answer: [B] Ashok Lavasa

Short Note: Ashok Lavasa বর্তমানে নির্বাচন কমিশনার পদে নিযুক্ত আছেন। 

4. ‘World Youth Skills Day’ কবে পালিত হয়?

[A] 30th June

[B] 15th July

[C] 12th April

[D] 1st August

Show Ans

Correct Answer: [B] 15th July

Short Note : যুবকদের বিভিন্ন দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের উপর গুরুত্ব দিয়ে ১৫ জুলাই প্রতিবছর জাতিসঙ্ঘ ‘World Youth Skills Day’ (WYSD) পালন করে। প্রথম WYSD, পালিত হয় ১৫ জুলাই, ২০১৫ সালে। WYSD 2020 -এর থিম ছিল- “Skills for a Resilient Youth”

5. ‘HOPE’ কোন দেশের মঙ্গল মিশনের নাম?

[A] United States

[B] UAE

[C] Japan

[D] China

Show Ans

Correct Answer: [B] UAE

6. Vikramshila Gangetic Dolphin Sanctuary (VGDS) কোন রাজ্যে অবস্থিত?

[A] গুজরাট

[B] কর্ণাটক

[C] পশ্চিমবঙ্গ

[D] বিহার

Show Ans

Correct Answer: [D] বিহার

Short Note : বিহারের ভাগলপুর জেলার বিক্রমশিলা গ্যাঙ্গিক ডলফিন অভয়ারণ্য (ভিজিডিএস) ডলফিনের জন্য ভারতের একমাত্র অভয়ারণ্য।

7. সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে একটি নতুন বানিজ্য পথ খুলেছে?

[A] নেপাল

[B] বাংলাদেশ

[C] মায়ানমার

[D] ভুটান

Show Ans

Correct Answer: [D] ভুটান

Short Note : 2020 সালের ১৫ জুলাই ভারত ও ভুটান একটি নতুন বাণিজ্য পথ শুরু করেছে। এই রুটটি হল- ভুটানের পাশাখা থেকে পশ্চিমবঙ্গের জায়গাও পর্যন্ত। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =

Scroll to Top