Bangla Current affairs Quiz
Bangla Current affairs Quiz for competitive exams in Govt, Railway and Bank with the latest information. Bangla Current affairs Quiz You can try our 2019 current affairs question and answer Here. This section will help you for better preparation for your job interview in the banking sector, govt exams, and railway exams.
Home > Current Affairs Quiz > Bangla Current Affairs Quiz
1. কোন দেশ স্কুল, হাসপাতাল ও পাবলিক ট্রান্সপোর্টে বোরকা ও মুখ ঢাকা (Face Cover)কাপড়কে নিষিদ্ধ করেছে?
[A] অস্ট্রেলিয়া [B] ইসল্যান্ড [C] স্পেন [D] নেদারল্যান্ডস2. ২০১৯সালে গ্লোবাল জিডিপি র্যাঙ্কিংয়ে ভারত কোন অবস্থানে কত?
[A] ষষ্ঠ [B] সপ্তম [C] অষ্টম [D] নবম3. কোন ভারতীয় ব্যক্তিত্বকে ২০১৯ সালের মর্যাদাপূর্ণ রেমন ম্যাগসেসে পুরষ্কারে ভূষিত করা হয়েছে?
[A] রাবিশ কুমার [B] কানাইহা কুমার [C] অরবিন্দ কেজরিওয়াল [D] মমতা ব্যানার্জি4. পাইলট ভিত্তিতে “One Nation-One Ration Card“প্রকল্পটি কোন কোন রাজ্যে প্রয়োগ করা হয়েছে?
[A] মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট [B] তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা [C] অন্ধপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট [D] কর্ণাটক, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা5. কোন রাজ্য সরকার সম্প্রতি “Save Green; Stay Clean” অভিযান শুরু করে?
[A] উত্তরপ্রদেশ [B] পশ্চিমবঙ্গ [C] মধ্যপ্রদেশ [D] পাঞ্জাব6. Aishwary Pratap Singh Tomar কোন খেলার সঙ্গে যুক্ত?
[A] শুটিং [B] বক্সিং [C] রেস্টলিং [D] ব্যাডমিন্টন7. Indian Institute of Forest Management (IIFM) কোন শহরে অবস্থিত?
[A] জয়পুর [B] ভোপাল [C] দেরাদুন [D] দিল্লি8. 2019 সালের World Breastfeeding Week (WBW) – এর থিম কি ছিল?
[A] Breastfeeding and Work: Let’s Make it Work! [B] Sustaining Breastfeeding Together [C] Breastfeeding: Foundation of Life [D] Empower Parents: Enable Breastfeeding9. ভারত কোন দেশের সহযোগিতায় বেঙ্গালুরুতে Innovation for Clean Air (IfCA) প্রকলটি শুরু করে?
[A] UK [B] USA [C] ফ্রান্স [D] বেলজিয়াম10. National Security Guard (NSG) কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে?
[A] Ministry of Law & Justice [B] Ministry of Defecne [C] Ministry of Home Affairs [D] Ministry of Education- Bengali Current Affairs MCQ: 3rd July 2023
- Bengali Current Affairs MCQ: 1st July 2023
- Bengali Current Affairs MCQ: 12th June 2023
- Bengali Current Affairs MCQ: 9th June 2023
- Bengali Current Affairs MCQ: 8th June 2023