Bengali Current Affairs MCQ: 16th March 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।Δ∇
Bengali Current Affairs MCQ: 16th March 2022
1. ICC World Test Championship Points Table 2021-2023 -এ ভারতের বর্তমান অবস্থান কততম?
[A] দ্বিতীয়
[B] তৃতীয়
[C] চতুর্থ
[D] পঞ্চম
2. ICC Test All-Rounder Rankings 2022 -এ শীর্ষে কে রয়েছে?
[A] জেসন হোল্ডার
[B] আর. অশ্বীন
[C] বেন স্টোকস
[D] রবীন্দ্র জাদেজা
3. ভারতে কবে “National Vaccination Day 2022” পালিত হয়েছে?
[A] 14 মার্চ
[B] 15 মার্চ
[C] 16 মার্চ
[D] 17 মার্চ
4. কোন রাজ্য সরকার “Mukhyamantri Chaa Srami Kalyan Prakalpa” শুরু করেছে?
[A] আসাম
[B] বিহার
[C] কর্ণাটক
[D] ত্রিপুরা
5. সম্প্রতি, National Crime Records Bureau (NCRB) কবে 37তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে?
[A] 11 মার্চ
[B] 13 মার্চ
[C] 14 মার্চ
[D] 15 মার্চ
6. সম্প্রতি, কবে “World Cunsumer Rights Day” পালিত হয়েছে?
[A] 14 মার্চ
[B] 15 মার্চ
[C] 13 মার্চ
[D] 12 মার্চ
7. সম্প্রতি, গ্যাব্রিয়েল বোরিক (Gabriel Boric) কোন দেশের কনিষ্ঠতম রাষ্ট্রপতি হয়েছেন?
[A] ইরান
[B] চিলি
[C] আগানিস্তান
[D]বারবাডোস
8. সম্প্রতি, কোন ভারতীয় ক্রিকেটার টেস্ট ইতিহাসে দ্রুত ৫০ রান করেছে?
[A] ঈশান কিষান
[B] রোহিত শর্মা
[C] বিরাট কোহলি
[D] ঋষভ পন্থ