Bengali Current Affairs MCQ: 24-5th March 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 24-25th March 2022
1. সম্প্রতি, কবে “শহীদ দিবস” কবে পালিত হয়?
[A] 21 মার্চ
[B] 22 মার্চ
[C] 20 মার্চ
[D] 23 মার্চ
2. Chennai Super Kings -এর নতুন অধিনায়ক পদে কাকে নির্বাচিত করা হয়েছে?
[A] মঈন আলী
[B] আম্বাতি রাইডু
[C] ঋতুরাজ গাইকর
[D] রবীন্দ্র জাডেজা
3. “World Water Day 2022” -এর থিম কী?
[A] Groundwater, Making the Invisible Visible
[B] Water and Climate Change
[C] Valuing Water
[D] Leaving No One Behind
4. সম্প্রতি, কে গোয়া -এর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন?
[A] বিশ্বজিৎ রানে
[B] পুস্কর সিং ধামী
[C] এন. বীরেন সিং
[D] প্রমোদ সাবন্ত
5. World Tuberculosis (TB) Day কবে পালিত হয়?
[A] 23 মার্চ
[B] 24 মার্চ
[C] 25 মার্চ
[D] 26 মার্চ
6. “Unfilled Barrels India’s oil story” নামক পুস্তকটি কে লিখেছেন?
[A] জিমি সোনি
[B] সুমিত্রা চৌহান
[C] সুবীরা প্রসাদ
[D] রিচা মিশ্রা
7. পদ্ম ভূষণ সম্মান প্রাপক প্রথম প্যারা অ্যাথিলিট খেলোয়াড় কে?
[A] প্রমোদ ভগৎ
[B] দেবেন্দ্র ঝাঝারিয়া
[C] ভাবিনা প্যাটেল
[D] অবনি লেখড়া
8. “Assam Rifles Raising Day” কবে পালিত হয়?
[A] 21 মার্চ
[B] 22 মার্চ
[C] 23 মার্চ
[D] 24 মার্চ