Bengali Quiz Question Answer (50+ সাধারণ জ্ঞান Quiz)

Bengali Quiz Question

Home >Question Answer >Bengali Quiz Question Answer

11. জ্যোতি রান্ধাওয়া কোন খেলার সঙ্গে যুক্ত?

[A] টেনিস

[B] ব্যাডমিন্টন

[C] ক্রিকেট

[D] গলফ 

Show Ans

Correct Answer: [D] গলফ 

12. “ডিসকভারি অফ ইন্ডিয়া” বইটির রচয়িতা কে?

[A] ইন্দিরা গান্ধী

[B] আব্দুল কালাম

[C] অরবিন্দ ঘোষ

[D] জওহরলাল নেহেরু 

Show Ans

Correct Answer: [D] জওহরলাল নেহেরু 

13. “ঘাট প্রভা” পাখি অভয়ারণ্য কোন রাজ্যে আছে?

[A] তেলেঙ্গানা

[B] কেরালা

[C] কর্ণাটক 

[D] তামিলনাড়ু

Show Ans

Correct Answer: [C] কর্ণাটক 

14. ১৯৩০ সালে মেদিনীপুরের কোথায় প্রথম লবন আইন অমান্য আন্দোলন হয়?

[A] তমলুক

[B] কাঁথি 

[C] খড়্গপুর

[D] পাঁশকুড়া

Show Ans

Correct Answer: [B] কাঁথি 

15. প্রাকৃতিক রেশম কত ধরনের হয়?

[A] ২

[B] ৩

[C] ৪

[D] ৫

Show Ans

Correct Answer: [C] ৪

16. TMV কোন গাছের ক্ষতি করে?

[A] পেয়ারা

[B] ফুলকপি

[C] তেঁতুল

[D] তামাক 

Show Ans

Correct Answer: [D] তামাক 

17. নিচের কোন গাছের মুলে শ্বাস অঙ্গ আছে?

[A] আম

[B] কেয়া

[C] সুন্দরী 

[D] অশ্বথ

Show Ans

Correct Answer: [C] সুন্দরী 

18. ভারতের প্রাচীনতম খনিজতেল উৎপাদক রাজ্য কোনটি?

[A] গুজরাট

[B] অসম 

[C] তামিলনাড়ু

[D] মহারাষ্ট্র

Show Ans

Correct Answer: [B] অসম 

19. কোন বছর ভারতে প্রথম লৌহ ও ইস্পাত কারখানা গড়ে উঠে?

[A] ১৮৮৪ সালে

[B] ১৯০৮ সালে

[C] ১৮৩০ সালে 

[D] ১৯১৮ সালে

Show Ans

Correct Answer: [C] ১৮৩০ সালে 

20. কোন রাজ্যে কৃষিজমির সবচেয়ে বেশি অংশ জলসেচের আওতায় পরে?

[A] গুজরাট

[B] হরিয়ানা

[C] পাঞ্জাব 

[D] রাজস্থান

Show Ans

Correct Answer: [C] পাঞ্জাব 

5 thoughts on “Bengali Quiz Question Answer (50+ সাধারণ জ্ঞান Quiz)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

one × two =

Scroll to Top