Current Affairs in Bengali: 7 December 2019: এই Current Affairs বিভাগটির হল, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থীদের সঠিক তথ্য দিয়ে একটু সাহায্য করা। প্রতিযোগিতমূলক পরীক্ষা, যেমন- WBCS, WBP, PSC, SSC, Railway, Bank, etc. Current Affairs in Bengali: 7 December, Current Affairs in Bengali: 7 December Current Affairs in Bengali: 7 December
1. কোন শহরটির রেল স্টেশন FSSAI দ্বারা প্রথম ‘Eat Right Station’ হিসাবে স্বীকৃত হয়েছে?
[A] হায়দ্রাবাদ [B] মুম্বাই [C] ভোপাল [D] নিউ দিল্লী2. ভারত কোন দেশের সহায়তায় ‘Healthcare Innovation Centre’ স্থাপন করবে?
[A] নেদারল্যান্ডস [B] সুইডেন [C] আমেরিকা [D] জাপান3. বিশ্ব বন্যজীবন সংরক্ষণ দিবসটি কোন তারিখে বিশ্বজুড়ে পালিত হয়?
[A] December 2 [B] December 4 [C] December 3 [D] December 54. কোন দেশের সংসদ সম্প্রতি উইঘুর বিল (Uighur bill) পাস করেছে?
[A] দক্ষিন আফ্রিকা [B] USA [C] UK [D] কানাডা5. India-EU Summit 2020 কোন দেশে অনুষ্ঠিত হবে?
[A] জার্মানি [B] ব্রাজিল [C] পোল্যান্ড [D] বেলজিয়াম6. কোন ব্যাংক তামিলনাড়ুকে জল সরবরাহ এবং নিকাশী অবকাঠামো উন্নয়নে সহায়তা করবে?
[A] RBI [B] ICICI [C] ADB [D] AIIB7. Indian Armed Forces Flag Day কবে পালিত হয়?
[A] 5 জানুয়ারী [B] 7 সেপ্টেম্বর [C] 15 জানুয়ারী [D] 7 ডিসেম্বর8. ইন্ডিয়ান কোস্টগার্ড কবে প্রতিষ্ঠিত হয়?
[A] 1970 সালে [B] 1960 সালে [C] 1981 সালে [D] 1978 সালে9. সম্প্রতি ভারতের কোন শহরে World Trade Center উদ্বোধন করা হয়েছে?
[A] দিল্লী [B] মুম্বাই [C] চন্ডীগড় [D] ভোপাল10. কোন দেশে সক্রিয় আগ্নেয়গির ‘Mount Aso’ অবস্থিত?
[A] ইতালি [B] আমেরিকা [C] জাপান [D] ইরাক [gs-fb-comments]