Current Affairs MCQ Pdf: 5 January 2021

Current Affairs MCQ Pdf: 5 January 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে Current Affairs MCQ Pdf: 5 January 2021 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।


Current Affairs MCQ Pdf: 5 January 2021


1. কোন রাজ্য 51তম International Film Festival of India (IFFI) -এর আয়োজন করবে?

[A] মহারাষ্ট্র

[B] কর্ণাটক

[C] গোয়া

[D] দিল্লি

Show Ans

Correct Answer: [C] গোয়া

Short Note : 2021 সালের 16 থেকে 24 জানুয়ারী পর্যন্ত গোয়ায় 51তম International Film Festival of India (IFFI) অনুষ্টিত হবে। 

2. ভারত কোন রাজ্যে Hydroelectric Power Plant নির্মাণের জন্য ADB -এর সঙ্গে 231 মিলিয়ন ডলারের লোন চুক্তি স্বাক্ষর করেছে?

[A] মেঘালয়

[B] অসম

[C] নাগাল্যান্ড

[D] ত্রিপুরা

Show Ans

Correct Answer: [B] অসম

Short Note : সম্প্রতি 30 ডিসেম্বর 2020 তারিখে ভারত সরকার Asian Development Bank (ADB) -এর সঙ্গে 231 মিলিয়ন ডলারের লোন চুক্তি স্বাক্ষর করেছে। 

3. কোন রাজ্য সরকার ‘কিষান কল্যাণ মিশন’ শুরু করবে?

[A] পাঞ্জাব

[B] হরিয়ানা

[C] উত্তরপ্রদেশ

[D] মধ্যপ্রদেশ

Show Ans

Correct Answer: [C] উত্তরপ্রদেশ

Short Note : উত্তরপ্রদেশ সরকার 6 জানুয়ারী 2021 তারিখে কৃষকদের আয় দ্বিগুন বৃদ্ধি করতে ‘কিষান কল্যাণ মিশন’ শুরু করবে। 

4. ‘World Braille Day’ কবে পালিত হয়?

[A] 1 লা জানুয়ারী

[B] 2 য় জানুয়ারী

[C] 3 রা জানুয়ারী

[D] 4 ঠা জানুয়ারী

Show Ans

Correct Answer: [D] 4 ঠা জানুয়ারী

Short Note : দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল -এর আবিষ্কার কর্তা লুইস ব্রেইল -এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর 4 ঠা জানুয়ারী ‘World Braille Day’ পালিত হয়। 

5. সম্প্রতি ‘বিশ্ব পরিবার দিবস’ কবে পালিত হয়েছে?

[A] 1 লা জানুয়ারী

[B] 2 য় জানুয়ারী

[C] 3 রা জানুয়ারী

[D] 4 ঠা জানুয়ারী

Show Ans

Correct Answer: [A] 1 লা জানুয়ারী

Short Note : সম্প্রতি 1 লা জানুয়ারী 2021 তারিখে Global Family Day বা বিশ্ব পরিবার দিবস পালিত হয়েছে।

প্রধানত আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রতিবছর 1 লা জানুয়ারী এই দিনটি পালিত হয়। 

6. গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন_ (জানুয়ারী, 2021)

[A] মনোহর পারিকর

[B] শিবরাজ চৌহান

[C] বিপ্লব দেব

[D] প্রমোদ সাওয়ান্ত

Show Ans

Correct Answer: [D] প্রমোদ সাওয়ান্ত

7. ‘Bloomberg Billionaires Index 2021’ -এ মুকেশ আম্বানি কততম স্থানে রয়েছেন?

[A] 7

[B] 9

[C] 13

[D] 12

Show Ans

Correct Answer: [D] 12

Short Note : ‘Bloomberg Billionaires Index 2021’ -এর প্রথমে রয়েছেন – জেফ বেজোস, দ্বিতীয় – এলোন মাস্ক, ও তৃতীয় স্থানে রয়েছেন – বিল গেটস। 

8. ভারত ও কোন দেশের মধ্যে ‘মৈত্রি সেতু’ -এর নির্মাণ কার্য চলছে?

[A] শ্রীলংকা

[B] বাংলাদেশ

[C] নেপাল

[D] মায়ানমার

Show Ans

Correct Answer: [B] বাংলাদেশ

Join on Telegram


Read More: Current Affairs MCQ: 4th January


Download Current Affairs PDF: 5th January 2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

twelve + 20 =

Scroll to Top