Current Affairs MCQ Pdf: 7th June 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Current Affairs MCQ Pdf: 7th June 2021
1. পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব (Chief Secretaray) পদে কে নিযুক্ত হয়েছেন?
[A] আলাপন বন্দোপাধ্যায়
[B] হরিকৃষ্ণ ত্রিবেদী
[C] সুদেশ পাল
[D] অঙ্কিত রায়
2. নীতি আয়োগ দ্বারা জারী, “Sustainable Development Goals India Index 2020-21” -এ কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
[A] মেঘালয়
[B] কেরল
[C] হিমাচল প্রদেশ
[D] উত্তরাখন্ড
3. বিবেক রাম চৌধুরী কোন সেনার উপ-অধ্যক্ষ “Vice Chief” নিযুক্ত হয়েছেন?
[A] ভারতীয় নৌ সেনা
[B] ভারতীয় বায়ু সেনা
[C] ভারতীয় স্থল সেনা
[D] কোনোটিই সঠিক নয়
4. সম্প্রতি, কোন রাজ্য সরকার ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে ছাত্রীদের 33% সংরক্ষন ঘোষণা করেছে?
[A] হরিয়ানা
[B] মধ্যপ্রদেশ
[C] বিহার
[D] রাজস্থান
5. সম্প্রতি, 5 জুন তারিখে কোন দিবসটি পালিত হয়?
[A] বিশ্ব স্বাস্থ্য দিবস
[B] বিশ্ব পরিবেশ দিবস
[C] বিশ্ব জল দিবস
[D] বিশ্ব রক্ত দাতা দিবস
6. সম্প্রতি, কোন রাজ্য সরকার “ঘর ঘর ঔষুধি যোজনা” শুরু করেছে?
[A] বিহার
[B] রাজস্থান
[C] উত্তর প্রদেশ
[D] গোয়া
7. কেন্দ্র সরকার TET সার্টিফিকেট -এর বৈধতা কত বছরের জন্য বৃদ্ধি করেছে?
[A] 7 বছর
[B] 9 বছর
[C] 15 বছর
[D] সারাজীবন
8. সম্প্রতি প্রয়াত, Anerood Jugnauth কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন?
[A] ইন্দোনেশিয়া
[B] থাইল্যান্ড
[C] সিঙ্গাপুর
[D] মরিশাস
Current Affairs MCQ Pdf: 7th June 2021: Download