List of Dadasaheb Phalke Award Winners in Bengali (1969 – 2021)

Dadasaheb Phalke Award Winners in Bengali (1969 – 2021): ভারতীয় সিনেমার জনক বা Father of Indian Cinema – দাদাসাহেব ফালকে এর প্রকৃত নাম – ধুন্রাজ্দি গোবিন্দ ফালকে। তিনি 1870 খ্রিস্টাব্দের 30 এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহন করেন। তিনি 1913 সালে ভারতের প্রথম চলচিত্র ‘রাজা হরিশচন্দ্র’ -এর নির্দেশনা করেন। তিনি তাঁর জীবন কালে মোট 95 টি চলচিত্র এবং 26 টি Short Film এর নির্দেশনা করেন।
ভারতীয় সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার হল “দাদাসাহেব ফালকে পুরস্কার”। ভারতীয় সিনেমায় তাঁর অমূল্য অবদানের জন্য ভারত সরকার 1969 সালে ‘Dadasaheb Phalke Award’ -এর সূচনা করেন। You Can also checkout – Award List


Dadasaheb Phalke Award Winners


প্রাপকসালচলচিত্র শিল্প
অমিতাভ বচ্চন২০১৮হিন্দি
বিনোদ খান্না২০১৭হিন্দি
কাসিনাথুনি বিশ্বনাথ২০১৬তেলেগু
মনোজ কুমার২০১৫হিন্দি
শশী কাপুর২০১৪হিন্দি
গুলজার২০১৩হিন্দি
প্রাণ২০১২হিন্দি
সৌমিত্র চ্যাটার্জি২০১১বাংলা
কে. বালাচানদের২০১০তামিল, তেলেগু
ডি. রামানাইডু২০০৯তেলেগু
ভি.কে মূর্তি২০০৮হিন্দি
মান্না দে২০০৭বাংলা, হিন্দি
তপন সিনহা২০০৬বাংলা, হিন্দি
শ্যাম বেনেগাল২০০৫হিন্দি
অদূর গোপালকৃষ্ণান২০০৪মালায়ালম
মৃনাল সেন২০০৩বাংলা
দেব আনন্দ২০০২হিন্দি
যশ চোপড়া২০০১হিন্দি
আশা ভোসলে২০০০হিন্দি, মারাঠি
হৃষিকেশ মূখার্জি১৯৯৯হিন্দি
বি. আর চোপড়া১৯৯৮হিন্দি
কবি প্রদীপ১৯৯৭হিন্দি
শিবাজী গনেশান১৯৯৬তামিল
রাজকুমার১৯৯৫কানাড়া
দিলীপ কুমার১৯৯৪হিন্দি
মাজরূহ সুলতানপুরী১৯৯৩হিন্দি
ভূপেন হাজারিকা১৯৯২আসামি
ভালাজি পেনধারকার১৯৯১মারাঠি
আক্কিনেনি নাগেশ্বর রাও১৯৯০তেলেগু
লতা মঙ্গেশকর১৯৮৯হিন্দি, মারাঠি
অশোক কুমার১৯৮৮হিন্দি
রাজ্ কাপুর১৯৮৭হিন্দি
বি. নাগি রেড্ডি১৯৮৬তেলেগু
ভি. শান্তারাম১৯৮৫হিন্দি, মারাঠি
সত্যজিৎ রায়১৯৮৪বাংলা
দূর্গা খোঁটে১৯৮৩হিন্দি, মারাঠি
এল. ভি. প্রাসাদ১৯৮২হিন্দি, তামিল, তেলেগু
নৌসাদ১৯৮১হিন্দি
পাইদি জয়রাজ১৯৮০হিন্দি, তেলেগু
সোহরাব মোদী১৯৭৯হিন্দি
রাইচাঁদ বোড়াল১৯৭৮হিন্দি, বাংলা
কানন দেবী১৯৭৭হিন্দি, বাংলা
ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি১৯৭৫বাংলা
বি. নারসিম্হা রেড্ডি১৯৭৪তেলেগু
রুবি মায়ের্স১৯৭৩হিন্দি
পঙ্কজ মৌল্লিক১৯৭২বাংলা, হিন্দি
পৃথিবীরাজ কাপুর১৯৭১হিন্দি
বীরেন্দ্রনাথ সিরকার১৯৭০বাংলা
দেবিকা রানী১৯৬৯হিন্দি

Download দাদাসাহেব পুরস্কার বিজেতা তালিকা


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =

Scroll to Top