Dadasaheb Phalke International Film Festival Awards 2021

ভারতীয় সিনেমা জগৎ -এ দাদাসাহেব ফালকের অসাধারন কৃতিত্বের স্মরণে প্রতিবছর DadaSaheb Phalke International Film Festival Awards প্রদান করা হয়।সম্প্রতি 20 ফেব্রুয়ারী 2021 তারিখে মহারাষ্ট্রের মুম্বাইয়ে Dadasaheb Phalke International Film Festival Awards 2021 অনুষ্ঠিত হয়।

এই সম্মান সিনেমা জগৎ -এর বিভিন্ন বিভাগে দেওয়া হয়ে থাকে। এর মধ্যে কয়েকটি উলেখ্যযোগ্য বিভাগের পুরস্কার নিচে দেওয়া হল:

1. শ্রেষ্ট অভিনেতা – অক্ষয় কুমার (লক্ষ্মী)
2. শ্রেষ্ট অভিনেত্রী – দীপিকা পাডুকন (ছাপাক)
3. ক্রিটিক্স শ্রেষ্ঠ অভিনেত্রী – কিয়ারা আডবাণী (গিল্টি)
4. ক্রিটিক্স শ্রেষ্ট অভিনেতা – সুশান্ত সিং রাজপূত
5. শ্রেষ্ট চলচিত্র – তানহাজি: দ্য আনসুং ওয়ারিয়র
6. শ্রেষ্ট আন্তর্জাতিক ফিচার ফ্লিম – পারাসাইট
7. সর্বাধিক ভার্সাটাইল অভিনেতা – কে. কে মেনন
8. শ্রেষ্ট নির্দেশক – অনুরাগ বসু (লুডো)
9. শ্রেষ্ট অভিনেতা (সাপোর্টিং রোল) – বিক্রান্ত ম্যাসেই (ছাপাক)
10. শ্রেষ্ট অভিনেত্রী (সাপোর্টিং রোল) – রাধিকা মদন
11. শ্রেষ্ট অভিনেতা (কমিক রোল) – কুনাল কেম্মু (লুটকেশ)
12. শ্রেষ্ট অভিনেতা (ওয়েব সিরিজ) – ববি দেওল (আশ্রম)
13. শ্রেষ্ট অভিনেত্রী (ওয়েব সিরিজ) – সুস্মিতা সেন (আর্য)
14. শ্রেষ্ট টেলিভিশন সিরিজ – কুন্ডলি ভাগ্য
15. সেরা ফটোগ্রাফার – ডাবু রত্নানি
16. শ্রেষ্ট অভিনেতা (টেলিভিশন সিরিজ) – ধীরাজ ধোপার
17. শ্রেষ্ট অভিনেত্রী (টেলিভিশন সিরিজ) – সুরভী চান্দনা
18. সেরা পারফর্মার – নোরা ফাতেহি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ten + 1 =

Scroll to Top