Daily Current Affairs MCQ: 5th December 2020

Daily Current Affairs MCQ: 5th December 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে Daily Current Affairs MCQ in Bengali বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

Daily Current Affairs MCQ: 5th December 2020

1. কোন রাজ্য সরকার মৎস ও প্রাণিসম্পদ বিভাগে 15 টি অনলাইন পরিষেবা চালু করেছে?

[A] ঝাড়খন্ড

[B] বিহার

[C] উড়িষ্যা

[D] পশ্চিমবঙ্গ

Show Ans

Correct Answer: [C] উড়িষ্যা

Short Note: উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক 3 ডিসেম্বর 2020 সালে ভিডিও কনফারেসিংয়ের মাধ্যমে মৎস বিভাগ এবং প্রাণীসম্পদ বিকাশের 15 অনলাইন পরিষেবা শুরু করেছে। 

2. কোন রাজ্য সরকার রাজ্যের সকল জনগণকে ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের অধীন করার ঘোষনা করেছে? 

[A] বিহার

[B] উত্তরপ্রদেশ

[C] রাজস্থান

[D] পশ্চিমবঙ্গ

Show Ans

Correct Answer: [D] পশ্চিমবঙ্গ

3. নিম্নলিখিত কোন ভারতীয় তদন্তকারী সংস্থা 4 ডিসেম্বর তারিখে 63 তম প্রতিষ্টা দিবস (Founding Day) পালন করেছে?

[A] CBI

[B] ED

[C] NCB

[D] DRI

Show Ans

Correct Answer: [D] DRI

Short Note : Directorate of Revenue Intelligence (DRI) 4 ডিসেম্বর 2020 তারিখে 63 তম প্রতিষ্টা দিবস (Founding Day) পালন করেছে। 

4. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কোন বেসরকারি ব্যাংকে ক্রেডিট কার্ড বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে?

[A] ICICI

[B] Axis

[C] HDFC

[D] IDBI

Show Ans

Correct Answer: [C] HDFC

5. কোন রাজ্যে ‘9th International Sand Art Festival’ শুরু হয়েছে?

[A] গুজরাট

[B] মহারাষ্ট্র

[C] উড়িষ্যা

[D] কর্ণাটক

Show Ans

Correct Answer: [C] উড়িষ্যা

Short Note : উড়িষ্যার পুরী জেলার চন্দ্রভাগা সমুদ্রতটে 1 ডিসেম্বর থেকে ‘9th International Sand Art Festival’ শুরু হয়েছে।

6. ভারত কবে ‘Indian Navy Day 2020’ পালন করেছে?

[A] 1 ডিসেম্বর

[B] 2 ডিসেম্বর

[C] 3 ডিসেম্বর

[D] 4 ডিসেম্বর

Show Ans

Correct Answer: [D] 4 ডিসেম্বর

Short Note: ভারত প্রতিবছর 4 ডিসেম্বর তারিখে ‘ভারতীয় নৌসেনা দিবস’ বা ‘Indian Navy Day’ পালন করে। এ বছরের থিম ছিল – “Indian Navy Combat Ready, Credible & Cohesive”

7. ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ কবে পালিত হয়?

[A] 1 ডিসেম্বর

[B] 2 ডিসেম্বর

[C] 3 ডিসেম্বর

[D] 4 ডিসেম্বর

Show Ans

Correct Answer: [C] 3 ডিসেম্বর

Short Note : জাতিসঙ্ঘ প্রতিবছর 3 ডিসেম্বর তারিখে ‘আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস’ পালনে করে। 1992 সালে প্রথম এই দিবসটি পালিত হয়েছিল।

8. সম্প্রতি প্রকাশিত  ‘Global Terrorism Index 2020’ -এর শীর্ষে কোন দেশ রয়েছে?

[A] পাকিস্তান

[B] আফগানিস্তান

[C] ইরাক

[D] সিরিয়া

Show Ans

Correct Answer: [B] আফগানিস্তান 

Short Note: সম্প্রতি প্রকাশিত  ‘Global Terrorism Index 2020’ -এর শীর্ষে রয়েছে আফগানিস্তান। যথাক্রমে 2.ইরাক, 3.নাইজেরিয়া, 4.সিরিয়া,  5.সোমালিয়া, 6.ইমেন, 7.পাকিস্তান, 8.ভারত, 9.কঙ্গো ও 10.ফিলিপিন্স। 

Join on Telegram

Read More: Current Affairs MCQ: 4th December

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

2 × four =

Scroll to Top