Daily Current Affairs Quiz: 10th November 2020

Daily Current Affairs Quiz: 10th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি। 

Daily Current Affairs Quiz: 10th November 2020

1. আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা উপ-রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন?

[A] মায়া হ্যারিস

[B] কমলা হ্যারিস

[C] সীমা ভর্মা

[D] নিকি হ্যালি

Show Ans

Correct Answer: [B] কমলা হ্যারিস

Short Note: কমলা হ্যারিস আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম  মহিলা উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।

2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন শহরের উন্নয়ন প্রকল্পের জন্য 614 কোটি টাকা বরাদ্দ করেছেন?

[A] ভোপাল

[B] এলাহাবাদ

[C] সুরাট

[D] বারাণসী

Show Ans

Correct Answer: [D] বারাণসী

Short Note : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 নভেম্বর 2020 তারিখে বারাণসী শহরের উন্নয়নের জন্য 614 কোটি টাকা বরাদ্দ করেছেন। 

3. Joe Baiden আমেরিকা যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন?

[A] 45

[B] 46

[C] 40

[D] 49

Show Ans

Correct Answer: [B] 46

Short Note : Joseph Robinette Biden Jr. আমেরিকা যুক্তরাষ্ট্রের 46 তম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। 

4. নিচের কোন দেশটি ইতালির সঙ্গে সীমারেখা নেই?

[A] অস্ট্রিয়া

[B] জার্মানি

[C] স্লোভেনিয়া

[D] সুইজারল্যান্ড

Show Ans

Correct Answer: [B] জার্মানি

5. কোন টেলিকম সংস্থা জগবীর সিং – কে Chief Technology Officer (CTO) পদে নিয়োগ করেছেন?

[A] Jio

[B] Airtel

[C] BSNL

[D] Vodafone Idea

Show Ans

Correct Answer: [A] Jio

6. কোন কেন্দ্রীয় মন্ত্রক Virtual Global Investor Roundtable (VGIR) 2020 -এর আয়োজন করেন?

[A] অর্থ মন্ত্রণালয়

[B] তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

[C] বিদেশ মন্ত্রণালয়

[D] গৃহ মন্ত্রণালয়

Show Ans

Correct Answer: [A] অর্থ মন্ত্রণালয়

7. UPI Payment -এর জন্য WhatsApp কয়টি ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে?

[A] 3

[B] 5

[C] 8

[D] 15

Show Ans

Correct Answer: [B] 5

Short Note : UPI Payment -এর জন্য WhatsApp 5 টি ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ করেছে। সেই ব্যাংকগুলি হল – State Bank of India, HDFC Bank, ICICI Bank, Axis Bank এবং Jio Payments Bank.

8. কোন কোম্পানি 60 জন মহিলা নিয়ে প্রথম সর্ব-মহিলা Virtual Customer Service (VCS) চালু করেছে? 

[A] Flipkart

[B] Myntra

[C] Snapdeal

[D] Amazon

Show Ans

Correct Answer: [D] Amazon

Join on Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

seventeen − twelve =

Scroll to Top