Daily Current Affairs Quiz: 30th November 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Daily Current Affairs Quiz: 30th November 2020
1. সোঙ ড্যাম পানীয় জলের প্রকল্পটি কোন রাজ্যে স্থাপিত হবে?
[A] বারোদা, গুজরাট
[B] মান্ডি, হিমাচল প্রদেশ
[C] দেরাদুন, উত্তরাখন্ড
[D] অমরকন্টক, মধ্যপ্রদেশ
2. জাতীয় দুগ্দ্ধ দিবস কবে পালিত হয়?
[A] 25 নভেম্বর
[B] 26 নভেম্বর
[C] 27 নভেম্বর
[D] 28 নভেম্বর
3. সম্প্রতি কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটি নতুন ফিচার ‘স্পট লাইট’ শুরু করেছে?
[A] Facebook
[B] Twitter
[C] Sanpechat
[D] Whtasapp
4. সম্প্রতি ‘অযোধ্যা বিমান বন্দর’ -এর পরিবর্তিত নাম হবে-
[A] অরুন জেটলী বিমানবন্দর
[B] অটল বিহারী বাজপেয়ী বিমানবন্দর
[C] মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম বিমানবন্দর
[D] সুষমা সিরাজ বিমানবন্দর
5. সম্প্রতি কবে ‘ভারতীয় অঙ্গদান দিবস’ পালিত হয়েছে?
[A] 26 নভেম্বর
[B] 27 নভেম্বর
[C] 28 নভেম্বর
[D] 29 নভেম্বর
6. ‘PagarBook’ অ্যাপের্ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন?
[A] মহেন্দ্রসিং ধোনি
[B] অক্ষয় কুমার
[C] শাহরুখ খান
[D] আমির খান
7. ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুঁদ কোন রাজ্যে অবস্থিত?
[A] পশ্চিমবঙ্গ
[B] উড়িষ্যা
[C] ঝাড়খন্ড
[D] কর্ণাটক
8. ‘National Diary Devlopment Board’ -এর সদরদপ্তর কোন রাজ্যে অবস্থিত?
[A] রাজস্থান
[B] উত্তরপ্রদেশ
[C] গুজরাট
[D] মধ্যপ্রদেশ
Read More: বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ: 28 নভেম্বর