General Knowledge in Bengali Language [MCQ]

26. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?

[A] ড: জাকির হুসেন 

[B] বল্লভ ভাই প্যাটেল 

[C] ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন

[D] রাজেন্দ্র প্রসাদ

Show Ans

Correct Answer: [C] ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন

27. ____ হল পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। 

[A] ভিক্টরিয়া হ্রদ 

[B] কাস্পিয়ান হ্রদ 

[C] সুপিরিয়র হ্রদ

[D] কোনটিই সঠিক নয় 

Show Ans

Correct Answer: [C] সুপিরিয়র হ্রদ

28. পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল_

[A] গঙ্গা ও ব্রহ্মপুত্র 

[B] তিস্তা ও গঙ্গা

[C] দামোদর ও গঙ্গা 

[D] তিস্তা, জলঢাকা ও রায়ডাক

Show Ans

Correct Answer: [D] তিস্তা, জলঢাকা ও রায়ডাক

29. দার্জিলিং-এর সিদ্রাপং ভারতের প্রথম__

[A] তাপবিদ্যুৎ কেন্দ্র

[B] কাঠমিল

[C] প্লাইউড ফ্যাক্টরি

[D] জলবিদ্যুৎ কেন্দ্র

Show Ans

Correct Answer: [D] জলবিদ্যুৎ কেন্দ্র

30. ‘সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ’ কার অংশ?

[A] মহাভারত

[B] পুরান

[C] ভাগবত গীতা

[D] বেদ

Show Ans

Correct Answer: [D] বেদ

31. ভারতের রাজ্য পুনর্গঠন আইনটি চালু হয়_

[A] ১৯৭৩ সালে 

[B] ১৯৫৭ সালে

[C] ১৯৫৬ সালে 

[D] ১৯৬১ সালে

Show Ans

Correct Answer: [C] ১৯৫৬ সালে 

32. ভারতের ___শহরকে মন্দিরের শহর বলা হয়। 

[A] অমৃতসর

[B] বারাণসী

[C] কোলকাতা

[D] মাদুরাই

Show Ans

Correct Answer: [D] মাদুরাই

33. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি?

[A] মালদা

[B] পুরুলিয়া

[C] নদীয়া

[D] কোলকাতা

Show Ans

Correct Answer: [D] কোলকাতা

34. ‘হাইড্রোলিক প্রেস’ যে পদ্ধতি অনুসারে কার্য করে_

[A] বার্নৌলির নীতি

[B] আর্কিমিডিসের নীতি

[C] বয়েলের সূত্র

[D] পাস্কাল সূত্র

Show Ans

Correct Answer: [D] পাস্কাল সূত্র

35. ভারতের নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন?

[A] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

[B] রাষ্ট্রপতি

[C] সংসদ

[D] প্রধানমন্ত্রী

Show Ans

Correct Answer: [B] রাষ্ট্রপতি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =

Scroll to Top