General Knowledge in Bengali Language [MCQ]

36. আন্তর্জাতিক সীমারেখার দৈর্ঘ অনুযায়ী পশ্চিমবঙ্গের অবস্থান কত_

[A] প্রথম 

[B] দ্বিতীয় 

[C] তৃতীয়

[D] চতুর্থ

Show Ans

Correct Answer: [B] দ্বিতীয় 

37. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?

[A] সংবাদ প্রভাকর

[B] সমাচার দর্পন

[C] তত্ববোধিনী পত্রিকা

[D] সংবাদ কৌমুদী

Show Ans

Correct Answer: [B] সমাচার দর্পন

38. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়__

[A] ১৯০৪ সালে 

[B] ১৯০৬ সালে 

[C] ১৯১০ সালে 

[D] ১৯১৫ সালে

Show Ans

Correct Answer: [B] ১৯০৬ সালে 

39. নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে?

[A] অন্ধ্রপ্রদেশ

[B] উত্তরপ্রদেশ

[C] মধ্যপ্রদেশ

[D] মহারাষ্ট্র

Show Ans

Correct Answer: [C] মধ্যপ্রদেশ

40. হামফ্রে ডেভি ___আবিষ্কার করেন। 

[A] স্কুটার

[B] সেফটি পিন

[C] সেফটি ল্যাম্প

[D] সুইং মেশিন

Show Ans

Correct Answer: [C] সেফটি ল্যাম্প

41. দ্রোণাচার্য পুরস্কার নিম্নলিখিত কোনটির সঙ্গে যুক্ত?

[A] দাবাড়ু 

[B] হকি খেলোয়াড়

[C] ক্রিকেট খেলোয়াড়

[D] ক্রীড়া প্ৰশিক্ষক

Show Ans

Correct Answer: [D] ক্রীড়া প্ৰশিক্ষক

42. জলদাপাড়া অভয়ারণ্য টি ____ নদীর তীরে অবস্থিত। 

[A] তিস্তা

[B] তোর্সা

[C] মহানন্দা

[D] জলঢাকা

Show Ans

Correct Answer: [B] তোর্সা

43. ‘কাভারত্তি’ _____-এর রাজধানী। 

[A] দমন ও দিউ 

[B] দাদরা ও নগর হাভেলি

[C] মিজোরাম

[D] লাক্ষাদ্বীপ

Show Ans

Correct Answer: [D] লাক্ষাদ্বীপ

44. মায়োপিয়া রোগটি ____ এর সঙ্গে সম্পর্কিত। 

[A] ফুসফুস

[B] মস্তিস্ক

[C] কান

[D] চোখ

Show Ans

Correct Answer: [D] চোখ

45. নিম্নলিখিত কার আমলে বিধবা বিবাহ আইন পাশ হয়?

[A] লর্ড ডালহৌসি

[B] লর্ড রিপন 

[C] লর্ড ক্যানিং

[D] লর্ড বেন্টিক

Show Ans

Correct Answer: [D] লর্ড বেন্টিক

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

two × five =

Scroll to Top