General Knowledge in Bengali
Hi, Readers Today We Provide to You 50 important General Knowledge in Bengali Quiz Question And Answer for your upcoming Competitive Exam.Our Other Sire – BanglaPdf.in আমাদের জনপ্রিয় পাতা গুলি হল – Current Affairs Quiz | Question Answer | Online Mock Test
Home >Gk Question >General Knowledge in Bengali
1. শিশুর একটি অনাহারজনিত সমস্যা হল__
[A] উদরাময় [B] কোয়াশিওরকং [C] হিমোসিডায়োসিস [D] ম্যারাসমাস2. বাতাসে কার্বন-ডাই-অক্সাইড -এর স্বাভাবিক মাত্রা হল__
[A] 0.03% [B] 0.30% [C] 0.20% [D] 0.07%3. ‘ভারতরত্ন’ সম্মানে সম্মানিত হয়েছেন কে?
[A] প্রণব মুখার্জী [B] নানাজী দেশমুখ [C] ভুপেন হাজারিকা [D] প্রত্যেকেই4. ‘রানী রামপাল’ কোন খেলার সঙ্গে যুক্ত?
[A] টেনিস [B] ব্যাডমিন্টন [C] ক্রিকেট [D] হকি5. কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাঁড় বেঁকে যায়?
[A] ভিটামিন-K [B] ভিটামিন-B [C] ভিটামিন-C [D] ভিটামিন-D6. প্রেসার কুকারে রান্না করলে অন্যতম সুফল হিসেবে কোনটি গুরুত্বপূর্ণ?
[A] খাদ্য নরম হয় [B] খাদ্য সুস্বাদু হয় [C] খাদ্যের পুষ্টিমূল বজায় থাকে [D] খাদ্য অবিকৃত থাকে7. নিচের কোন চলচিত্রটির পরিচালক ঋতুপর্ণ ঘোষ?
[A] দাদার কীর্তি [B] অরণ্যের দিনরাত্রি [C] আলো [D] দহন8. কোন প্রাণী জল পান করে না?
[A] তিমি মাছ [B] ব্যাঙ [C] পাখি [D] বানর9. মানুষের বৈজ্ঞানিক নাম কি?
[A] হিউম্যান সোপায়েন্স [B] হোমো সেপিয়েন্স [C] হোমো স্পিসিস [D] হোমো ম্যান ওম্যান10. মৃনাল সেন পরিচালিত শেষ সিনেমা কোনটি?
[A] ফুলেশ্বরী [B] পদাতিক [C] আমার ভুবন [D] ভুবন সোম