Gk Question Answer in Bengali [50+MCQ]

21. অষ্টম শতাব্দীর বিক্রমশীলা মহাবিহারের ধংসাবশেষ কোন রাজ্যে পাওয়া গেছে?

[A] পশ্চিমবঙ্গ 

[B] উত্তরপ্রদেশ 

[C] বিহার 

[D] উড়িষ্যা 

Show Ans

Correct Answer: [D] উড়িষ্যা 

22. হিউয়েন স্যাং কার রাজত্ব কালে ভারতে আসনে?

[A] অশোক 

[B] সমুদ্রগুপ্ত 

[C] চন্দ্রগুপ্ত 

[D] হর্ষবর্ধন 

Show Ans

Correct Answer: [D] হর্ষবর্ধন 

23. পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

[A] মহম্মদ আলী জিন্না 

[B] মহম্মদ আয়ুব খান 

[C] সিকন্দর মির্জা 

[D] লিয়াকত আলী খান 

Show Ans

Correct Answer: [D] লিয়াকত আলী খান 

24. অর্জুন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়?

[A] ১৯৫৯ সালে 

[B] ১৯৬১ সালে 

[C] ১৯৬২ সালে 

[D] ১৯৬৩ সালে 

Show Ans

Correct Answer: [D] ১৯৬৩ সালে 

25. মানুষের নিক্লিয়াসের কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে?

[A] ২১ জোড়া 

[B] ২২ জোড়া 

[C] ২৩ জোড়া 

[D] ২৪ জোড়া 

Show Ans

Correct Answer: [C] ২৩ জোড়া 

26. গীতাঞ্জলি কোন সালে প্রথম ইংরেজিতে প্রকাশিত হয়?

[A] 1910 সালে 

[B] 1911 সালে 

[C] 1912 সালে

[D] 1913 সালে 

Show Ans

Correct Answer: [C] 1912 সালে

27. ‘স্পীড পোস্ট’ কার লেখা?

[A] মেনকা গান্ধী 

[B] অরুন্ধতী রায় 

[C] অমৃতা প্রীতম 

[D] শোভা দে

Show Ans

Correct Answer: [D] শোভা দে

28. কোন সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়?

[A] ১৫২১ সালে 

[B] ১৫২৬ সালে

[C] ১৫৩৫ সালে 

[D] ১৬২১ সালে 

Show Ans

Correct Answer: [B] ১৫২৬ সালে

29. মাদার তেরেজা কত সালে ভারতরত্ন পান?

[A] ১৯৭৯ সালে 

[B] ১৯৮০ সালে

[C] ১৯৮১ সালে

[D] ১৯৮২ সালে 

Show Ans

Correct Answer: [B] ১৯৮০ সালে

30. রাজ কাপুর কত সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান?

[A] ১৮৮৭ সালে 

[B] ১৮৮৪ সালে 

[C] ১৮৮৫ সালে

[D] ১৮৮৬ সালে 

Show Ans

Correct Answer: [C] ১৮৮৫ সালে

31. শিবমসমুদ্রম জলপ্রপাতটি _____ নদীর উপর নির্মিত।

[A] কৃষ্ণা 

[B] কাবেরী

[C] নর্মদা

[D] ব্রহ্মপুত্র

Show Ans

Correct Answer: [B] কাবেরী

32. মানুষের রক্তের লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?

[A] ৬০ দিন 

[B] ৯০ দিন 

[C] ১২০ দিন 

[D] ১৮০ দিন 

Show Ans

Correct Answer: [D] ১৮০ দিন 

33. উজয়িনী কোন নদীর তীরে অবস্থিত?

[A] তাপী

[B] নর্মদা

[C] শোন 

[D] শিপ্রা

Show Ans

Correct Answer: [D] শিপ্রা

34. ভারতে বাঘের জন্য সংরক্ষিত সবচেয়ে বড় বনভূমি কোথায় অবস্থিত?

[A] উত্তরপ্রদেশ 

[B] মধ্যপ্রদেশ 

[C] গুজরাট

[D] পশ্চিমবঙ্গ

Show Ans

Correct Answer: [D] পশ্চিমবঙ্গ

35. মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয়?

[A] যকৃৎ

[B] অগ্ন্যাশয়

[C] বৃক্ক

[D] মুত্রথলী

Show Ans

Correct Answer: [C] বৃক্ক

36. “করেঙ্গে ইয়া মরেঙ্গে” _____ আন্দোলনের মন্ত্র ছিল। 

[A] খিলাফৎ 

[B] অসহযোগ 

[C] ভারতছাড়ো

[D] আইন -অমান্য

Show Ans

Correct Answer: [C] ভারতছাড়ো

37. পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?

[A] আরব সাগর 

[B] ভিক্টরিয়া হ্রদ

[C] কাস্পিয়ান হ্রদ

[D] গ্রেট বিয়ার হ্রদ

Show Ans

Correct Answer: [C] কাস্পিয়ান হ্রদ

38. ____ মাস্টারদা নাম পরিচিত ছিলেন। 

[A] গনেশ ঘোষ 

[B] অনন্ত সিংহ 

[C] সূর্য সেন 

[D] উপরের কোনটিই সঠিক নয়। 

Show Ans

Correct Answer: [C] সূর্য সেন

39. অমরকন্টক _____ নদীর উৎস। 

[A] কৃষ্ণা 

[B] কাবেরী 

[C] তাপ্তী 

[D] নর্মদা

Show Ans

Correct Answer: [D] নর্মদা

40. বক্সারের যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?

[A] ১৭৫৭ সালে 

[B] ১৭৬৪ সালে 

[C] ১৭৬৭ সালে 

[D] ১৭৬১ সালে

Show Ans

Correct Answer: [B] ১৭৬৪ সালে

Scroll to Top