Gk Questions in Bengali: General Knowledge (GK) Questions and Answers in Bengali is an essential part of any type of Competitive Exam. Today we are providing 100 most important Gk Questions in Bengali Language. Gk Questions in Bengali MCQ 2020 [Download PDF] this post will provide you free PDF book.
সূচিপত্র
Gk Questions in Bengali
1. দ্বিতীয় হুগলি সেতুটি কি নামে পরিচিত?
[A] নজরুল সেতু [B] রবীন্দ্র সেতু [C] বঙ্কিম সেতু [D] বিদ্যাসাগর সেতু3. নিষিদ্ধ নগরী কোন শহরকে বলা হয়?
[A] ব্যংকক [B] বাহবহীন4. কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে বেশি?
[A] লাল [B] কালো [C] হলুদ [D] সবুজ5. গরুরু দুধে কোন ভিটামিন আছে?
[A] K [B] A [C] E6. ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যালিটি গঠিত হয়?
[A] দিল্লী [B] কোলকাতা [C] মুম্বাই [D] চেন্নাই7. ভারতীয় রিজার্ভ ব্যংকের প্রথম গভর্নর কে ছিলেন?
[A] ডি সুব্বারাও [B] এন টি রাও [C] গোপালহরি দেশমুখ [D] সি ডি দেশমুখ8. "সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ" কার অংশ?
[A] ভাগবত গীতা [B] পুরান [C] বেদ [D] মহাভারত9. 'গুপ্তাব্দ' কে প্রচলন করেন?
[A] সমুদ্রগুপ্ত [B] কুমারগুপ্ত [C] দ্বিতীয় চন্দ্রগুপ্ত [D] প্রথম চন্দ্রগুপ্ত10. প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন?
[A] দেবপ্রিয় [B] কবিরাজ [C] দ্বিতীয় অশোক [D] মহারাজধিরাজGeneral Knowledge Questions and Answers
11. "অর্থশাস্ত্র" -এর রচিয়তা কে?
[A] বসুমিত্র [B] মতিল [C] নাগদত্ত [D] কৌটিল্য12. সিউড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত?
[A] গঙ্গা [B] হলদি [C] ময়ূরাক্ষি [D] রূপনারায়ণ13. ফিটকিরির রাসায়নিক নাম কি?
[A] জিঙ্ক ক্লোরাইড [B] জিঙ্ক সালফেট [C] জিঙ্ক নাইট্রেট [D] জিঙ্ক বাই কার্বনেট14. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তরসের পরিমান কত?
[A] ৫ লিটার [B] ৭ লিটার [C] ৪ লিটার [D] ৩ লিটার15. সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে?
[A] ফিশন [B] বিকিরণ [C] বিস্ফোরণ [D] ফিউশনRead More : West Bengal Gk Question Answer
16. 'হিন্দু মেলা' -আর আয়োজন কে করেন?
[A] স্বামী বিবেকানন্দ [B] স্বামী দয়ানন্দ স্বরস্বতী [C] কেশবচন্দ্র সেন [D] নবগোপাল মিত্র17. বঙ্গভঙ্গ কবে রদ হয়?
[A] ১৯০৫ সালে [B] ১৯০৬ সালে [C] ১৯১১ সালে [D] ১৯০৯ সালে18. 'ঐতিহ্যভিত্তিক আধুনিকতাবাদী' কাকে বলা হয়?
[A] বিদ্যাসাগর [B] স্বামী বিবেকানন্দ [C] রামমোহন রায় [D] বালগঙ্গাধর তিলক19. 'লাইফ ডিভাইন' কে রচনা করেন?
[A] শ্রী অরবিন্দ ঘোষ [B] ভগিনী নিবেদিতা [C] স্বামী বিবেকানন্দ [D] কেশব চন্দ্র সেন20. লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
[A] 1920 সালে [B] 1914 সালে [C] 1910 সালে [D] 1916 সালেGeneral Knowledge Questions in Bengali
21. ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন?
[A] রাষ্ট্রপতি [B] প্রধানমন্ত্রী [C] স্বরাষ্ট্রমন্ত্রী [D] উপরাষ্ট্রপতি22. "আধুনিক ভারতের প্রবক্তা" কাকে বলা হয়?
[A] ডিরোজিও [B] মহাত্মা গান্ধী [C] সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় [D] রামমোহন রায়23. বিধবাবিবাহ আইন পাসের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
[A] লর্ড ডালহৌসি [B] লর্ড রিপন [C] লর্ড ক্যানিং [D] লর্ড বেন্টিক24. রোধের একক হল___
[A] জুল [B] নিউটন [C] অ্যাম্পিয়ার [D] ওহম25. সমস্ত অ্যাসিডে যে উপাদানটি রয়েছে___
[A] অজিজেন [B] হাইড্রোজেন [C] ক্লোরিন [D] সালফারRead More : West Bengal Gk Question Answer
26. ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন?
[A] ড: জাকির হুসেন [B] ভি.ভি. গিরি [C] এন. সঞ্জীব রেড্ডি [D] ড: এস রাধাকৃষ্ণন27. নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না?
[A] পদার্থবিদ্যা [B] জীববিজ্ঞান [C] রসায়ন [D] শান্তি28. পিসার হেলানো মিনার ______ অবস্থিত।
[A] ফ্রান্স [B] ইংল্যান্ড [C] ইজিপ্ট [D] ইতালি29. নিচের কোন যন্ত্রটি কম্পিউটার ও টেলিফোনের মধ্যে সংযোগ ঘটায়?
[A] এন্টেনা [B] ইউ পি এস [C] সি পি ইউ [D] মোডেম30. হিমালয়ের কোন শৃঙ্গটি 'Black Mountain' নামে পরিচিত?
[A] অন্নপূর্ণা [B] মাকালু [C] কাঞ্চনজঙ্ঘা [D] কামেটGk Questions in Bengali Language
31. বাংলার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
[A] উইলিয়াম জোন্স [B] লর্ড রিপন [C] ডেভিড হেয়ার [D] উপরের কেউই নন32. শিখ ধর্মের প্রবর্তক কে?
[A] গোবিন্দ সিং [B] রামদাস [C] হরগোবিন্দ [D] নানক33. পাঁচমারি কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ?
[A] মৈকাল [B] মহাদেব [C] বিন্ধ্য [D] আরাবল্লী34. নিচের কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল?
[A] ভারত সরকার আইন ১৯১৯ [B] ভারত সরকার আইন ১৯৩৫ [C] ভারতের স্বাধীনতা আইন ১৯৪৭ [D] উপরের কোনটিই নয়।35. তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপরে অবস্থিত?
[A] ময়ূরাক্ষি [B] অজয় [C] রায়ডাক [D] জলঙ্গি36. পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সঙ্ঘটিত হয়?
[A] বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে [B] বাবর ও রানা প্রতাপের মধ্যে [C] বাবর ও তৈমুর লঙের মধ্যে [D] উপরের কোনটিই সঠিক নয়।37. শালগাছ হল একটি ___
[A] পর্ণমোচী গাছ [B] চিরসবুজ গাছ [C] জেরোফাইট [D] কনিফেরাস38. কোন নদীরতীরে ভাকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত?
[A] বিতস্তা [B] বিপাশা [C] শতদ্রু [D] কোশী39. প্রথম কোন মহিলা দাদাসাহেব পুরস্কারে ভূষিত হন?
[A] নার্গিস দত্ত [B] উষা দেবী [C] দেবিকা রানী [D] সুলোচনা40. নিষেকের পর ফুলের কোন অংশটি বীজে পরিণত হয়?
[A] ডিম্বক [B] ডিম্বাশয় [C] ডিম্বনালি [D] ডিম্বাণুGk Questions Bengali PDF
41. নিচের কোনটি একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলী?
[A] ছৌ [B] গর্বা [C] ভাংড়া [D] কুচিপুরি42. নিচের কোনটি পৃথিবীর ধূমপান বর্জিত রাষ্ট্র?
[A] চীন [B] মালদ্বীপ [C] শ্রীলংকা [D] ভুটান43. আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত?
[A] সরোদ [B] সেতার [C] বীনা [D] তবলা44. ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা অবস্থিত___
[A] জামশেদপুর [B] দুর্গাপুর [C] রাউরকেল্লা [D] ভিলাই45. জ্যোতি রানধাওয়া কোন খেলার সঙ্গে যুক্ত?
[A] ব্যাডমিন্টন [B] টেনিস [C] কুস্তি [D] গলফRead More : West Bengal Gk Question Answer
46. নিম্নলিখিত কে 'সীমান্ত গান্ধী' নামে পরিচিত?
[A] আব্দুল গফ্ফর খান [B] আবুল কালাম আজাদ [C] মহম্মদ আলী জিন্না [D] মহম্মদ ইকবাল47. পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়___
[A] জলপাইগুড়িতে [B] বাঁকুড়াতে [C] দার্জিলিং -এ [D] উত্তর ২৪ পরগনায়48. নিচের কোন জেলা দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত নয়?
[A] পুরুলিয়া [B] নদীয়া [C] পূর্ব বর্ধমান [D] বীরভূম49. সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের সদরদপ্তরটি কোথায় অবস্থিত?
[A] ক্যানিং [B] ফ্রেজারগঞ্জ [C] গোসাবা [D] বাসন্তী50. শকাব্দের প্রচলন কে করেছিলেন?
[A] বিম্বিসার [B] বিন্দুসার [C] অশোক [D] কনিষ্ক- General Knowledge Question & Answer – Set 13
- General Knowledge Question & Answer – Set 12
- General Knowledge Question & Answer – Set 11
- General Knowledge Question & Answer – Set 10
- General Knowledge Question & Answer – Set 9
- General Knowledge Question & Answer – Set 8
- General Knowledge Question & Answer – Set 7
- General Knowledge Question & Answer – Set 6
- General Knowledge Question & Answer – Set 5
- General Knowledge Question & Answer – Set 4
- General Knowledge Question & Answer – Set 3
- General Knowledge Question & Answer – Set 2
- General Knowledge Question & Answer – Set 1