ভারতের বৃহত্তম দীর্ঘতম উচ্চতম ও ক্ষুদ্রতম || Free Pdf Download

ভারতের বৃহত্তম দীর্ঘতম উচ্চতম ও ক্ষুদ্রতম

  • দীর্ঘতম নদী ———————————-গঙ্গা 
  • দীর্ঘতম উপনদী ——————————যমুনা
  • দক্ষিণের দীর্ঘতম নদী ———————— গোদাবরী
  • সর্বোচ্চ পর্বতশৃঙ্গ —————————– গডউইন অস্টিন (K2)
  • বৃহত্তম হ্রদ ———————————— উলার হ্রদ (কাশ্মীর)
  • সর্বোচ্চ বাঁধ ———————————- ভাকরা বাঁধ (পাঞ্জাব)
  • বৃহত্তম মসজিদ ——————————- জামা মসজিদ (দিল্লী)
  • দীর্ঘতম রাস্তা ——————————— গ্রান্ড ট্রাঙ্ক রোড
  • দীর্ঘতম রেলপথ —————————— ডিব্রুগড় (অসম) থেকে কন্যাকুমারী
  • দীর্ঘতম সুড়ঙ্গ ——————————– পীরপাঞ্জাল সুড়ঙ্গ(জম্মু ও কাশ্মীর)
  • দীর্ঘতম জাতীয় সড়ক————————N.H-44 (শ্রীনগর থেকে কন্যাকুমারী)
  • দীর্ঘতম সেতু ——————————– পি. ভি. এন. আর এক্সক্সপ্রেস ওয়ে, হায়দ্রাবাদ
  • দীর্ঘতম বাঁধ ——————————– হীরাকুঁদ বাঁধ (উড়িষ্যা) ১১.৬ কিমি
  • দীর্ঘতম নদী সেতু ————————— মহাত্মা গান্ধী সেতু (পাটনা)
  • সর্বৃহ্ৎ জনবহুল শহর ———————– মুম্বাই
  • সর্ববৃহৎ জাদুঘর —————————- জাতীয় জাদুঘর (কোলকাতা)
  • সর্ববৃহৎ বস্বীপ —————————— সুন্দরবন বস্বীপ (পশ্চিমবঙ্গ)
  • স্রবৃহৎ স্মৃতিস্তম্ভ —————————– গোলগম্বুজ (কর্ণাটক)
  • বৃহত্তম চিড়িয়াখানা ————————  জুলজিকল গার্ডেনস, আলিপুর কোলকাতা
  • মানুষের তৈরি বৃহত্তম হ্রদ —————— গোবিন্দ বল্লভ পন্থ, উত্তরপ্রদেশ
  • বৃহত্তম মরুভুমি —————————– থর (রাজস্থান)
  • উচ্চতম টাওয়ার —————————- পিতামপুরা টাওয়ার, (দিল্লী )
  • বৃহত্তম রাজ্য (আয়তনে)——————— রাজস্থান
  • বৃহত্তম রাজ্য (জনসংখ্যায়) —————– উত্তরপ্রদেশ
  • ক্ষুদ্রতম রাজ্য (আয়তনে)——————– গোয়া
  • ক্ষুদ্রতম রাজ্য (জনসংখ্যায়)—————– সিকিম
  • উচ্চতম জলপ্রপাত ————————— কুঞ্চিকাল জলপ্রপাত  (কর্ণাটক)
  • দীর্ঘতম বৈদ্যুতিক রেলপথ —————— দিল্লী থেকে কোলকাতা (ভায়া পাটনা)
  • সবচেয়ে জনঘনত্বপূর্ন রাজ্য —————— বিহার
  • বৃহত্তম গুহা মন্দির ————————— কৈলাস মন্দির, ইলোরা (মহারাষ্ট্র)
  • বৃহত্তম প্রাণীর মেলা ————————– শোনপুর (বিহার)
  • উচ্চতম প্রবেশপথ —————————- বুলন্দ দরওয়াজা , ফতেপুর সিক্রি (আগ্রা)
  • বৃহত্তম হোটেল ——————————– ওবেরয়-শেরাটন (মুম্বাই)
  • সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান ———— মৌসিনরাম (মেঘালয়)
  • বৃহত্তম বারান্দা ——————————– রামেশ্বরম মন্দিরের বারান্দা (তামিলনাড়ু)
  • বৃহত্তম ঝুলন্তসেতু —————————— হাওড়া ব্রিজ
  • উচ্চতম বাঁধ ———————————– ভাকরা বাঁধ
  • দীর্ঘতম রেলস্টেশন —————————- গোরক্ষপুর (উত্তরপ্রদেশ)
  • বৃহত্তম স্টেডিয়াম —————————– সল্টলেক (যুবভারতী), কোলকাতা
  • বৃহত্তম বন্দর ———————————- মুম্বাই
  • বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ ——————- চিল্কা হ্রদ (উড়িষ্যা)
  • উচ্চতম হ্রদ ———————————– দেবাতল (গাড়োয়াল)
  • সর্বোচ্চ সম্মান ——————————– ভারতরত্ন
  • সর্বোচ্চ সামরিক সম্মান ——————— পরমবীর চক্র
  • বৃহত্তম গুরুদ্বার —————————— স্বর্ণমন্দির, অমৃতসর
  • বৃহত্তম গির্জা ———————————- সেন্ট ক্যাথিড্র্যাল (গোয়া)
  • উচ্চতম যুদ্ধক্ষেত্র —————————– সিয়াচেন হিমবাহ
  • উচ্চতম  বিমান বন্দর ———————- লেহ , লাদাক
  • বৃহত্তম নদী দ্বীপ —————————– মাজুলি (অসম)
  • বৃহত্তম জেল ——————————— তিহার সেন্ট্রাল জেল, দিল্লী
  • বৃহত্তম বনভূমি সমৃদ্ধ রাজ্য —————- মধ্যপ্রদেশ
  • বৃহত্তম পোস্ট অফিস ———————— মুম্বাই GPO
  • বৃহত্তম হাসপাতাল ————————– বি. জে মেডিকেল কলেজ এন্ড সিভিল হসপিটাল (আহমেদাবাদ)]

Download Pdf File

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর


প্রশ্নঃ ভারতের দীর্ঘতম নদীর নাম কি?

উত্তরঃ গঙ্গা (২৫১০ কিমি)

প্রশ্নঃ ভারতের দীর্ঘতম বাঁধের নাম কী?

উত্তরঃ হীরাকুঁদ বাঁধ (উড়িষ্যা) ১১.৬ কিমি।

প্রশ্নঃ ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?

উত্তরঃ কুঞ্চিকাল জলপ্রপাত  (কর্ণাটক)

প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি?

উত্তরঃ পরমবীর চক্র।

প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ বে-সামরিক সম্মান কোনটি

উত্তরঃ ভারতরত্ন।

প্রশ্নঃ ভারতের উচ্চতম বিমান বন্দরের নাম কি?

উত্তরঃ লেহবিমান বন্দর , লাদাক।

1 thought on “ভারতের বৃহত্তম দীর্ঘতম উচ্চতম ও ক্ষুদ্রতম || Free Pdf Download”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =

Scroll to Top