Independence Day 2021 MCQ : আজকে আমরা ‘Independence Day 2021 MCQ’ -এর উপর 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিয়ে হাজির হয়েছি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে এই প্রশ্নগুলি প্রস্তুত করা হয়েছে।
Independence Day MCQ 2021
1. ভারতের 75তম স্বাধীনতা দিবসের থিম কী?
[A] Atmanirbhar Bharat
[B] Nation First, Always First
[C] India always first
[D] Healthcare first
2. ভারতীয় সেনা 100 ফুট উঁচু জাতীয় পতাকা কোথায় উত্তোলন করেছে?
[A] জম্মু ও কাশ্মীর
[B] দিল্লী
[C] লাদাখ
[D] উটররাখন্ড
3. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
[A] লর্ড আরউইন
[B] লর্ড মাউন্টব্যাটেন
[C] লর্ড কার্জন
[D] লর্ড বেন্টিক
4. ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’ কে লিখেছেন?
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] শ্রী অরবিন্দ ঘোষ
[C] সরোজিনী নাইডু
[D] বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
5. ভারতীয় জাতীয় পতাকার নকশা কে তৈরী করেন?
[A] শ্রী অরবিন্দ ঘোষ
[B] বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
[C] বি.আর আম্বেদকর
[D] পিঙ্গালি ভেঙ্কেইয়া
6. কত খ্রিস্টাব্দে ‘আইন অমান্য আন্দোলন’ শুরু হয়?
[A] 1926 খ্রিস্টাব্দে
[B] 1930 খ্রিস্টাব্দে
[C] 1940 খ্রিস্টাব্দে
[D] 1941 খ্রিস্টাব্দে
7. ‘হোমরুলীগ আন্দোলন’ কে শুরু করেন?
[A] সরোজিনী নাইডু
[B] মতিলাল নেহেরু
[C] মহাত্মা গান্ধী
[D] অ্যানি বেসান্ত
8. ভারতীয় স্বাধীনতা দিবসের প্রথম বক্তৃতা কে দিয়েছেন?
[A] জওহরলাল নেহেরু
[B] মহাত্মা গান্ধী
[C] ড: বি. আর আম্বেদকর
[D] মতিলাল নেহেরু
9. নিম্নলিখিত কে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিয়েছিলেন?
[A] বাল গঙ্গাধর তিলক
[B] ভগৎ সিং
[C] সুভাষ চন্দ্র বোস
[D] চন্দ্র শেখর আজাদ
10. ভারতের জাতীয় নীতিবাক্য কী?
[A] জয় হিন্দ
[B] বন্দেমাতরম
[C] আত্মনির্ভর ভারত
[D] সত্যমেভ জয়তে
Read More: Tokyo Olympics 2020 MCQ