Indian Constitution in Bengali 2020 (ভারতীয় সংবিধান)

Indian Constitution in Bengali


ভারতীয় সংবিধান গঠন:


  • ১৯৩৪ সালে সংবিধান রচনার ধারণা দিয়েছিলেন ভারতের বামপন্থী আন্দোলনের একজন পুরোধা পুরুষ – মানবেন্দ্র নাথ রায় (M.M Roy)। 
  • ১৯৩৫ সালে জাতীয় কংগ্রেস ব্রিটিশ পার্লামেন্টে ভারতের সংবিধান রচনার দাবি তোলে। 
  • ১৯৪৬ সালের ১৬ ই মে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে ভারতের গণপরিষদ বা সংবিধান সভার গঠন হয়। 

গণপরিষদ গঠন:

  • গণপরিষদ মোট ৩৮৯ জন সদস্য নিয়ে গঠিত হয়, যার মধ্যে ২৯২ জন সদস্য ১১ টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে নির্বাচিত হয়। 
  • ১৯৪৬ সালের ৯ ই ডিসেম্বর দিল্লির ‘কনস্টিটিউশন হল’ -এ গণপরিষদের প্রথম অধিবেশন বসে। যেখানে অস্থায়ী সভাপতি ছিলেন- ড: সচ্চিদানন্দ সিনহা। 
  • ১৯৪৬ সালের ১১ ই ডিসেম্বর ড: রাজেন্দ্র প্রাসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন। 
  • বি. এন. রাউ কে গণপরিষদের আইনগত উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়। 
  • সংবিধান রচনার জন্য গণপরিষদে মোট ১৩ টি কমিটি গঠিত হয়। গুরুত্বপূর্ণ কমিটি গুলি ছিল- কেন্দ্রীয় ক্ষমতা কমিটি, মৌলিক অধিকার ও সংখ্যা লঘু কমিটি, সংবিধান কমিটি, কেন্দ্রীয় সংবিধান কমিটি, খসড়া কমিটি, পতাকা বিষয়ক কমিটি ও পরিচালনা কমিটি। 
  • ১৯৪৭ সালের ২২ জুলাই ভারতের জাতীয় পতাকা স্থির হয়।
  • ১৯৪৭ সালের ২৯ অগাস্ট খসড়া কমিটি গঠিত হয় এবং সভাপতি বি. আর আম্বেদকর। 
  • ১৯৪৮ সালের ২১ ফেব্রুয়ারী সংবিধানের খসড়া প্রতিলিপি গণপরিষদে পেশ করা হয়। এই খসড়া সংবিধানে ৩১৫ টি ধারা ও ১৩ টি তফসিল ছিল। 
  • ১৫ নভেম্বর ১৯৪৮ থেকে ১৭ অক্টোবর ১৯৪৯ সাল পর্যন্ত খসড়া সংবিধানের উপর আলোচনায় ও বিতর্ক অনুষ্ঠিত হয়। 
  • অবশেষে ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ৩৯৫ টি ধারা ও ৮ টি তফসিল নিয়ে গণপরিষদ দ্বারা সংবিধান গৃহীত হয়। 
  • ১৯৫০ সালের ২৪ জানুয়ারী গণপরিষদের শেষ অধিবেশন বসে। 
  • ২ বছর ১১ মাস ও ১৮ দিন সময় নিয়ে গণপরিষদে মোট ১১ টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।
  • স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ হলেন – জি.ভি. মেভিলঙ্কর
  • ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারী স্বাধীন ভারতের  সংবিধান কার্যকর হয়।

Indian Constitution MCQ in Bengali (Chapter Wise)


কেন্দ্র ও রাজ্য সকল প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য ভারতীয় সংবিধানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধানের গুরুত্বের উপর ভিত্তি করে আমরা অধ্যায় ভিত্তিক মাল্টিপল চয়েস প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। 

১. ভারতীয় সংবিধান প্রণয়নের ঐতিহাসিক পেক্ষাপট

২. গণপরিষদ গঠন ও সংবিধান রচনার প্রক্রিয়া

৩. ভারতের সংবিধানের প্রস্তাবনা

৪. ভারতের অঙ্গরাজ্য ও নাগরিকত্ব

৫. মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্য


Indian Constitution MCQ in Bengali


Indian Constitution in Bengali MCQ: ভারতীয় সংবিধান (Indian Constitution) রাজ্য ও কেন্দ্র সরকারের যেকোন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – West Bengal Police (WBP), West Bengal Public Service Commission (WBPSC), West Bengal Civil Service (WBCS) সহ বিভিন্ন পরীক্ষার কথা মাথায় রেখে ভারতীয় সংবিধানের উপর কয়েকটি Practice Set দেওয়া হল :-

Click Here for All Indian Polity MCQ in Bengali


Indian Constitution Mock Test in Bengali


Indian Constitution Mock Test in Bengali: রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলির উপর ভিত্তি করে ১০ টি মকটেস্ট নিচে দেওয়া হল। এই মকটেস্টগুলি দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করে নাও। প্রতিটি মকটেস্ট -এ ২৫ টি  দেওয়া হয়েছে। প্রত্যেকটি প্রশ্নের জন্য ৩০ সেকেন্ডে সময় বরাদ্দ করা হয়েছে। 

Indian Polity Mock Test in Bengali – 1

Indian Polity Mock Test in Bengali – 2

Indian Polity Mock Test in Bengali – 3

Indian Polity Mock Test in Bengali – 4

Indian Polity Mock Test in Bengali – 5

Indian Polity Mock Test in Bengali – 6

Indian Polity Mock Test in Bengali – 7

Indian Polity Mock Test in Bengali – 8

Indian Polity Mock Test in Bengali – 9

Indian Polity Mock Test in Bengali – 10

Click Here for All Indian Polity Mock Test in Bengali


*Join Telegram*

Scroll to Top