Indian Polity MCQ in Bengali

46. রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধগুলি দায়ের এবং নিস্পত্তি করা হয় 

[A] সুপ্রিমকোর্টে 

[B] সংসদে 

[C] সুপ্রিমকোর্ট ও হাইকোর্টে উভয় জায়গাতেই 

[D] নির্বাচন কমিশনে 

Show Ans

Correct Answer: [A] সুপ্রিমকোর্টে 

47. 356 নং ধারা অনুযায়ী, রাজ্যে জারি হওয়া রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ হল 

[A] 6 মাস 

[B] 9 মাস 

[C] 1 বছর 

[D] 2 বছর 

Show Ans

Correct Answer: [A] 6 মাস []

48. রাজ্যসভার সভাপতি হলেন 

[A] ভারতের রাষ্ট্রপতি 

[B] লোকসভার অধ্যক্ষ 

[C] উপরাষ্ট্রপতি 

[D] কেউই নন 

Show Ans

Correct Answer: [C] উপরাষ্ট্রপতি 

49. ভারতীয় রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতাটি হল 

[A] সাংবিধানিক ক্ষমতা 

[B] আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা 

[C] শাসন সংক্রান্ত ক্ষমতা 

[D] স্বল্প বিচারিক ক্ষমতা 

Show Ans

Correct Answer: [B] আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা 

50. ভারতীয় সংবিধান প্রণেতারা নির্দেশমূলক নীতির ধারণাটি গ্রহণ করেছে 

[A] সুইজারল্যান্ড থেকে 

[B] আয়ারল্যান্ড থেকে 

[C] মার্কিন সংবিধান থেকে 

[D] ব্রিটেনের সংবিধান থেকে 

Show Ans

Correct Answer: [B] আয়ারল্যান্ড থেকে 

Scroll to Top