ভারতের সংবাদপত্রের তালিকা || প্রথম বাংলা সংবাদপত্র || Free PDF Download

ভারতের সংবাদপত্রের তালিকা

ভারতের সংবাদপত্রের তালিকা ভারতের বহু ভাষায় সংবাদপত্র প্রকাশিত হয়। ইংরেজি ও প্রধান ভাষা গুলি সহ 152 টি বিভিন্ন ভাষায় সংবাদপত্র প্রকাশিত হয়। দেশীয় ভাষাগুলি ছাড়াও ভারতে কয়েকটি বিদেশী ভাষাতেও সংবাদপত্র প্রকাশিত হয়। ভাষার ভিত্তিতে মূল্যায়ন করলে প্রথম স্থান অধিকার করে – হিন্দি ভাষা ও দ্বিতীয় ইংরেজি। 

বর্তমানে ভারতে 100 বছরেরও বেশি পুরোনো সংবাদপত্রের সংখ্যা 41 টি। গুজরাতি ভাষায় প্রকাশিত দৈনিক ‘বোম্বে সমাচার’, বর্তমানে সমগ্র এশিয়া মহাদেশে চালু সংবাদপত্র গুলির মধ্যে প্রাচীনতম। তৎকালীন ‘বোম্বে’ রাজ্য থেকে প্রকাশিত এই সংবাদপত্রটির প্রতিষ্টানটি 1822  সালে প্রতিষ্টিত হয়।1780 সালে অগাস্টাস হিকি বাংলার মাটিতে ভারতের প্রথম সংবাদপত্র ‘বেঙ্গল গেজেট’ ইংরেজি ভাষায় প্রকাশ করেন। 

ভারতীয় ভাষাগুলির মধ্যে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় 1880 সালে। শ্রীরামপুর থেকে প্রকাশিত এই সংবাদপত্রটির নাম ছিল – ‘সমাচার দর্পন’


সর্বাধিক প্রচারিত সংবাদপত্রের তালিকা


ক্রমপ্রকাশনাভাষাসংখ্যা
1দৈনিক ভাস্করহিন্দি43, 18, 377
2দৈনিক জাগরণহিন্দি41, 44, 706
3দ্য টাইমস অব ইন্ডিয়াইংরেজি28, 26, 164
4হিন্দুস্তানহিন্দি26, 25, 343
5অমর উজালাহিন্দি26, 10, 784
6মালয়ালা মনোরমামালয়ালম23, 68, 672
7ইনাডুতেলেগু18, 07, 998
8ডেইলি থান্তিতামিল15, 25, 526
9দ্য হিন্দুইংরেজি13, 97, 944
10মাত্রুভূমিমালয়ালম13, 63, 931
11ডেইলি সকালমারাঠি12, 04, 640
12পাঞ্জাব কেশরীহিন্দি11, 65, 506
13সাক্ষীতেলেগু10, 91, 079
14আনন্দবাজার পত্রিকাবাংলা10, 80, 478
15পত্রিকাহিন্দি10, 05, 485
16হিন্দুস্তান টাইমসইংরেজি10, 04, 110
17দিনমালারতামিল8, 48, 287
18প্রভাত খবরহিন্দি8, 29, 982
19দিব্যা ভাস্করগুজরাটি8, 22, 513
20বিজয়বানীকানাড়া7, 60,738

সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক পত্রিকা


ক্রমপ্রকাশনাভাষাসংখ্যা
1রবিবাসরীয় হিন্দুস্তানহিন্দি22, 89, 376
2দ্য হিন্দুইংরেজি10, 79, 938
3দ্য সানডে টাইমসঅব ইন্ডিয়াইংরেজি10, 53, 164
4রবিবার লোকসত্যামারাঠি3, 64, 033
5কর্মসংস্থানবাংলা3, 38, 747

সর্বাধিক প্রচারিত ম্যাগাজিন


ক্রমপ্রকাশনাভাষাসংখ্যা
1বনিতামালয়ালম4, 06, 957
2অন্নদাতাতেলেগু3, 16, 470
3গৃহলক্ষ্মীহিন্দি3, 03, 886
4মালয়ালা মনোরমামালয়ালম2, 80, 130
5সাপ্তাহিক বর্তমানবাংলা1, 44, 814

ভারতের সংবাদপত্রের তালিকা সম্পর্কিত প্রশ্ন-উত্তর


1. ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী?

উত্তর: বেঙ্গল গেজেট

2. ভারতীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হল_

উত্তর: সমাচার দর্পন

3. বেঙ্গল গেজেট কত সালে প্রকাশিত হয়?

উত্তর: 1780 সালে

4. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কী?

উত্তর: সমাচার দর্পন

5. সমাচার দর্পন কত সালে প্রকাশিত হয়?

উত্তর: 1818 সালে।

6. হিন্দি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কী?

উত্তর: সমাচার সুধা বর্ষণ। (1854)

7. মালয়ালম ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কী?

উত্তর: রাজ্য সমাচারম। (1847)

8. কানাড়া ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কী?

উত্তর: ম্যাঙ্গালুরু সমাচার। (1843)

9. মারাঠি ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কী?

উত্তর: দ্যান প্রকাশ। (1849)

10. তামিল ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কী?

উত্তর: স্বদেশ মিত্ৰন


Download PDF File


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

10 − five =

Scroll to Top