Nobel Prize Quiz in Bengali
ড: আলফ্রেড বার্নাড নোবেল ছিলেন একজন সুইডিশ। তিনি ডিনামাইট আবিষ্কার করে খ্যাতি লাভ করেন। মৃত্যুর আগে তিনি তাঁর আয়ের বিপুল ধনসম্পত্তির বছরের যায় থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেন। তাঁর নাম অনুসারে এই পুরস্কারের নাম রাখা হয়েছে ‘নোবেল পুরস্কার’। রসায়ন, পদার্থবিজ্ঞান, চিকিৎসা, সাহিত্য, অর্থনীতি এবং শান্তি পুরষ্কার নামে 6 টি ক্ষেত্রে নোবেল পুরষ্কার দেওয়া হয়। আমাদের জনপ্রিয় পাতা গুলি হল – Current Affairs Quiz | Question Answer | Online Mock Test
Nobel Prize Quiz in Bengali
Home > Nobel Prize Quiz in Bengali
1. কোন সালে প্রথম নোবেল পুরষ্কার দেওয়া হয়?
[A] 1901 [B] 1893 [C] 1895 [D] 18982. কে 2019 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন?
[A] Michel Mayor [B] James Peebles [C] Didier Queloz [D] All the above3. Peter Handke, কোন ক্ষেত্রে 2019 সালে নোবেল পুরষ্কার পেয়েছেন?
[A] সাহিত্য [B] পদার্থ বিজ্ঞান [C] শান্তি [D] অর্থনীতি4. অবি আহমেদ আলি ________ এর জন্য নোবেল শান্তি 2019 পুরস্কার জিতেছেন।
[A] শান্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা অর্জনের জন্য তাঁর প্রচেষ্টা। [B] প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সাথে সীমান্ত সংঘাত নিরসনে তাঁর সিদ্ধান্তমূলক উদ্যোগের জন্য। [C] (A) ও (B) -এর জন্য [D] উপরের কোনটিই নয়5. সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী কে, যিনি 2014 সালে শান্তি পুরষ্কার পেয়েছেন?
[A] Arthur Ashkin [B] Malala Yousafzai [C] Yoshinori Ohsumi [D] James P. AllisonRead More : বিভিন্ন দেশের জাতীয় খেলা
6. নিম্নলিখিত কে যিনি দুবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার পেয়েছেন?
[A] Angus Deaton [B] Bob Dylan [C] Hiroshi Amano [D] John Bardeen7. একমাত্র মহিলা যিনি বিভিন্ন ক্ষেত্রে দুবার নোবেল পুরষ্কার পেয়েছেন_______
[A] Marie Curie [B] Gerty Cori [C] Elinor Ostrom [D] Barbara McClintock8. কে রসায়নে নোবেল পুরস্কার 2019 পেয়েছেন?
[A] John B. Goodenough [B] Akira Yoshino [C] M. Stanley Whittingham [D] উপরের সবাই9. ১৯০১ সালে কে প্রথম নোবেল শান্তি পুরষ্কার পায়?
[A] Henry Duant [B] Frederic Passy [C] Henry Duant ও Frederic Passy উভয়ই [D] উপরের কেউই নন10. সি.ভি রমন কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
[A] সাহিত্য [B] শান্তি [C] রসায়ন [D] পদার্থ বিজ্ঞান