Quiz Question and Answer in Bengali

Quiz Question And Answer in Bengali

Home >Question Answer > Quiz Question And Answer in Bengali

11. বিশ্বের সবচেয়ে বড় হ্রদ কোনটি?

[A] টিটিকাকা হ্রদ 

[B]  কাস্পিয়ান হ্রদ 

[C] ভিক্টরিয়া হ্রদ 

[D] টাঙ্গানিক হ্রদ 

Show Ans

Correct Answer: [B]  কাস্পিয়ান হ্রদ 

12. সূর্যের মধ্যে সবচেয়ে কোন গ্যাস বেশি থাকে?

[A] ওজোন 

[B] হিলিয়াম 

[C] হাইড্রোজেন 

[D] নাইট্রোজেন 

Show Ans

Correct Answer: [C] হাইড্রোজেন 

13. সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে?

[A] তাপ্তি 

[B] নর্মদা 

[C] কৃষ্ণা 

[D] গোদাবরী 

Show Ans

Correct Answer: [B] নর্মদা 

14. যদুগোড়া খনি থেকে কি পাওয়া যায়?

[A] অভ্র 

[B] অ্যালুমিনিয়াম 

[C] ইউরেনিয়াম 

[D] লোহা 

Show Ans

Correct Answer: [C] ইউরেনিয়াম 

15. কোন দিনকে কর্কট সংক্রান্তি বলা হয়?

[A] ২১ মার্চ 

[B] ২৩ সেপ্টেম্বর 

[C] ২১ জুন 

[D] ২১ ডিসেম্বর 

Show Ans

Correct Answer: [C] ২১ জুন 

16. ভীমা, কয়লা ও ঘাতপ্রভা কোন নদীর উপনদী?

[A] গোদাবরী 

[B] কৃষ্ণা 

[C] কাবেরী 

[D] তাপ্তি 

Show Ans

Correct Answer: [B] কৃষ্ণা 

17. রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?

[A] ফুটবল 

[B] ক্রিকেট 

[C] বাস্কেটবল 

[D] হকি 

Show Ans

Correct Answer: [A] ফুটবল 

18. কোন তারিখ বিশ্ব পোলিও দিবস হিসাবে পালিত হয়?

[A] ২১ অক্টোবর 

[B] ২৪অক্টোবর 

[C] ৩০ অক্টোবর 

[D] ৪ নভেম্বর 

Show Ans

Correct Answer: [B] ২৪অক্টোবর 

19. পন্ডিত লাচ্চু মহারাজ কিসের সঙ্গে যুক্ত?

[A] সানাই 

[B] সারেঙ্গী 

[C] তবলা 

[D] সরোদ 

Show Ans

Correct Answer: [C] তবলা 

20. ভারতের জাতীয় শিশুকন্যা দিবস কবে পালিত হয়?

[A] ৪ জানুয়ারী 

[B] ১৮ জানুয়ারী 

[C] ২৪ জানুয়ারী 

[D] ১১ ফেব্রুয়ারী 

Show Ans

Correct Answer: [C] ২৪ জানুয়ারী 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

nine + 12 =

Scroll to Top