Quiz Question and Answer in Bengali

Quiz Question And Answer in Bengali

Home >Question Answer > Quiz Question And Answer in Bengali

41. সর্পগন্ধা গাছ থেকে তৈরি রেসারপিন কোন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়?

[A] নিম্নচাপ নিয়ন্ত্রণে 

[B] ম্যালেরিয়া প্রতিষেধকে 

[C] ডেঙ্গু প্রতিষেধকে 

[D] উচ্চচাপ নিয়ন্ত্রণে 

Show Ans

Correct Answer: [D] উচ্চচাপ নিয়ন্ত্রণে 

42.  তৈমুর লঙ কত সালে ভারত আক্রমন করে?

[A] ১৩৯২ সালে 

[B] ১৩৯৮  সালে 

[C] ১৩৯০ সালে 

[D] ১৪০২ সালে 

Show Ans

Correct Answer: [B] ১৩৯৮  সালে 

43. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়?

[A] ৩৫২ 

[B] ৩৩০

[C] ১৪৪ 

[D] ৩৬০

Show Ans

Correct Answer: [A] ৩৫২ 

44. প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর সমাধিস্থলের নাম কি?

[A] শান্তিবন 

[B] বিজয়ঘাট 

[C] বীরভূমি 

[D] শক্তিস্থল 

Show Ans

Correct Answer: [D] শক্তিস্থল 

45. কোন বিখ্যাত ক্রীড়াবিদের জন্মদিন জাতীয় ক্রীড়া দিবস হিসাবে পালিত হয়?

[A] গোষ্ঠ পাল 

[B] লালা অমরনাথ 

[C] সচিন টেন্ডুলকার 

[D] ধ্যানচাঁদ সিং 

Show Ans

Correct Answer: [D] ধ্যানচাঁদ সিং 

46. মাদার তেরেসা কত সালে নোবেল পুরস্কার পান?

[A] ১৯৮০ সালে 

[B] ১৯৭৯ সালে 

[C] ১৯৬২ সালে 

[D] ১৯৭২ সালে 

Show Ans

Correct Answer: [B] ১৯৭৯ সালে 

47. বুলন্দ কে প্রতিষ্টা করেন?

[A] বাবর 

[B] শাহজাহান 

[C] জাহাঙ্গীর 

[D] আকবর 

Show Ans

Correct Answer: [D] আকবর 

48. ভারতের প্রথম রঙ্গিন চলচিত্র কোনটি?

[A] রাজা হরিশচন্দ্র 

[B] আলম আরা 

[C] কিষান কানাইহা 

[D] কোনটিই নয় 

Show Ans

Correct Answer: [C] কিষান কানাইহা 

49. নিচের কোন রাজ্যের সীমানা বাংলাদেশের সঙ্গে যুক্ত নয়?

[A] মেঘালয় 

[B] অসম 

[C] ত্রিপুরা 

[D] মিজোরাম 

Show Ans

Correct Answer: [D] মিজোরাম 

50. তারকেশ্বর ও হংসেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

[A] বীরভূম 

[B] হুগলি 

[C] বাঁকুড়া 

[D] বর্ধমান 

Show Ans

Correct Answer: [B] হুগলি 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

20 + 6 =

Scroll to Top