Today Current Affairs MCQ: 13th January 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Today Current Affairs MCQ: 13th January 2022
1. নিম্নলিখিত কোথায় ‘BWF 2022 Yonex-Sunrise India Open Tournament’ কোথায় শুরু হবে?
[A] দিল্লী
[B] পশ্চিমবঙ্গ
[C] মধ্যপ্রদেশ
[D] হরিয়ানা
2. কোন দেশের শল্যবিদরা শূকুরের হৃৎপিন্ড মানব শরীরের সফলভাবে প্রতিস্থাপন করেছে?
[A] ভারত
[B] মার্কিন যুক্তরাষ্ট্র
[C] চীন
[D] রাশিয়া
3. কোন দেশে Covid-19 -এর নতুন ভ্যারিয়েন্ট ‘DELTACORN’ চিহ্নিত হয়েছে?
[A] রাশিয়া
[B] চীন
[C] বেলারুশ
[D] সাইপ্রাস
4. National Youth Day 2022 কবে পালিত হয়েছে??
[A] ৯ জানুয়ারী
[B] ১০ জানুয়ারী
[C] ১১ জানুয়ারী
[D] ১২ জানুয়ারী
5. কোন দেশের ক্রিকেট খেলোয়াড় ক্রিস মরিস ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন?
[A] দক্ষিণ আফ্রিকা
[B] ইংল্যান্ড
[C] নিউজিল্যান্ড
[D] অস্ট্রেলিয়া
6. সম্প্রতি, Kevadia Railway Station -এর পরিবর্তিত নাম ‘Ekta Nagar Railway Station‘ -এটি কোন রাজ্যে অবস্থিত?
[A] উত্তরপ্রদেশ
[B] গুজরাট
[C] মধ্যপ্রদেশ
[D] পাঞ্জাব
7. “Melbourne Summer Set Tennis Tournament 2022” -এর খেতাব কে জিতেছে?
[A] Novak Djokovic
[B] Rafael Nadal
[C] Roger Federer
[D] Maxime Cressy
8. সম্প্রতি, কবে “National Human Trafficking Awareness Day 2022” পালিত হয়েছে?
[A] 9 জানুয়ারী
[B] 10 জানুয়ারী
[C] 11 জানুয়ারী
[D] 12 জানুয়ারী