ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য যুদ্ধ ও আন্দোলন -এর তালিকাটি যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই তালিকাটি যদি ভালোমতো মনে রাখা যায় তাহলে যুদ্ধ ও আন্দোলন বা বিদ্রোহ সম্পর্কিত যেকোন উত্তর দেওয়া সম্ভব। নিচে ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য যুদ্ধ ও আন্দোলন PDF -এর ডাউনলোড লিংক দেওয়া হয়েছে।
সূচিপত্র
ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য যুদ্ধ ও আন্দোলন PDF
# | সাল | যুদ্ধ ও আন্দোলন |
---|---|---|
1 | খ্রিস্টপূর্ব 260 অব্দ | কলিঙ্গ যুদ্ধ |
2 | খ্রিস্টপূর্ব 326 অব্দ | হিদাস্পিসের যুদ্ধ |
3 | 1191 খ্রিস্টাব্দ | তরাইনের প্রথম যুদ্ধ |
4 | 1192 খ্রিস্টাব্দ | তরাইনের দ্বিতীয় যুদ্ধ |
5 | 1526 খ্রিস্টাব্দ | প্রথম পানিপথের যুদ্ধ |
6 | 1527 খ্রিস্টাব্দ | খানুয়ার যুদ্ধ |
7 | 1529 খ্রিস্টাব্দ | ঘর্ঘরার যুদ্ধ |
8 | 1539 খ্রিস্টাব্দ | চৌসার যুদ্ধ |
9 | 1540 খ্রিস্টাব্দ | বিল্বগ্রাম বা কনৌজের যুদ্ধ |
10 | 1556 খ্রিস্টাব্দ | দ্বিতীয় পানিপথের যুদ্ধ |
11 | 1576 খ্রিস্টাব্দ | হলদিঘাটের যুদ্ধ |
12 | 1672 খ্রিস্টাব্দ | সৎনামী বিদ্রোহ |
13 | 1740 খ্রিস্টাব্দ | গিরিয়ার যুদ্ধ |
14 | 1757 খ্রিস্টাব্দ | পলাশীর যুদ্ধ |
15 | 1759 খ্রিস্টাব্দ | বিদরার যুদ্ধ |
16 | 1760 খ্রিস্টাব্দ | বন্দিবাসের যুদ্ধ |
17 | 1761 খ্রিস্টাব্দ | পানিপথের তৃতীয় যুদ্ধ |
18 | 1763 খ্রিস্টাব্দ | সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সূচনা |
19 | 1767 খ্রিস্টাব্দ | প্রথম ইঙ-মহীশূর যুদ্ধ |
20 | 1769 খ্রিস্টাব্দ | সন্দীপের বিদ্রোহ |
21 | 1775 খ্রিস্টাব্দ | প্রথম ইঙ-মারাঠা যুদ্ধ |
22 | 1780 খ্রিস্টাব্দ | দ্বিতীয় ইঙ-মহীশূর যুদ্ধ |
23 | 1795 খ্রিস্টাব্দ | খরদার যুদ্ধ |
24 | 1816 খ্রিস্টাব্দ | বেরিলির যুদ্ধ |
25 | 1817 খ্রিস্টাব্দ | পাইক বিদ্রোহ |
26 | 1818 খ্রিস্টাব্দ | ফরাজী আন্দোলন |
27 | 1820 খ্রিস্টাব্দ | কোল বিদ্রোহ |
28 | 1822 খ্রিস্টাব্দ | ওয়াহাবি আন্দোলন |
29 | 1845 খ্রিস্টাব্দ | প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ |
30 | 1855 খ্রিস্টাব্দ | সাঁওতাল বিদ্রোহ |
31 | 1857 খ্রিস্টাব্দ | মহাবিদ্রোহ (সিপাহী) |
32 | 1859 খ্রিস্টাব্দ | নীলবিদ্রোহ |
33 | 1866 খ্রিস্টাব্দ | চুয়ার বিদ্রোহ |
34 | 1905 খ্রিস্টাব্দ | স্বদেশী আন্দোলন |
35 | 1915 খ্রিস্টাব্দ | বুড়িবালামের যুদ্ধ |
36 | 1916 খ্রিস্টাব্দ | হোমরুল আন্দোলন |
37 | 1917 খ্রিস্টাব্দ | চম্পারন সত্যাগ্রহ আন্দোলন |
38 | 1919 খ্রিস্টাব্দ | খিলাফৎ আন্দোলন |
39 | 1920 খ্রিস্টাব্দ | অসহযোগ আন্দোলন |
40 | 1930 খ্রিস্টাব্দ | আইন অমান্য আন্দোলন |
41 | 1930 খ্রিস্টাব্দ | অলিন্দ যুদ্ধ |
42 | 1942 খ্রিস্টাব্দ | ভারতছাড়া আন্দোলন |
43 | 1946 খ্রিস্টাব্দ | নৌবিদ্রোহ |
44 | 1946 খ্রিস্টাব্দ | তেভাগা আন্দোলন |
ভারতের উল্লেখযোগ্য যুদ্ধ ও আন্দোলন PDF – Download
ভারতের বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা তালিকা – Download
ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য যুদ্ধ ও আন্দোলন প্রশ্ন-উত্তর
Q 1. খানুয়ার যুদ্ধ কত সালে হয়?
উত্তরঃ 1527 সালে।
Q 2. পলাশীর যুদ্ধ কত সালে হয়?
উত্তরঃ 1757 সালে।
Q 3. বিলগ্রামের যুদ্ধ কত সালে হয়?
উত্তরঃ 1540 সালে।
Q 4. বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তরঃ 1760 সালে।
Q 5. ঘর্ঘরার যুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তরঃ 1529 সালে।
Q 6. হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়?
উত্তরঃ 1576 সালে।
Q 7. পানিপথের ১ম যুদ্ধ কত সালে হয়?
উত্তরঃ 1526 সালে।
Q 8. পানিপথের ৩য় যুদ্ধ কত সালে হয়?
উত্তরঃ 1761 সালে।
Q 9. তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়?
উত্তরঃ 1911 সালে।
Q 10. ফরায়েজী আন্দোলন কত সালে হয়?
উত্তরঃ 1818 সালে।
Q 11. ওয়াহাবি আন্দোলন কত সালে হয়েছিল?
উত্তরঃ 1822 সালে।
Q 12. খিলাফত আন্দোলন কত সালে হয়?
উত্তরঃ 1919 সালে।
Q 13. সিপাহী বিদ্রোহ কত সালে হয়?
উত্তরঃ 1857 সালে।
Q 14. নীল বিদ্রোহ কত সালে হয়?
উত্তরঃ 1859 সালে।
Q 15. কোল বিদ্রোহ কত সালে হয়?
উত্তরঃ 1820 সালে।
Q 16. সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়?
উত্তরঃ 1855 সালে।
Q 17. ফকির বিদ্রোহ কত সালে হয়?
উত্তরঃ 1763 সালে।
Q 18. আইন অমান্য আন্দোলন কত সালে হয়?
উত্তরঃ 1930 সালে।
Q 19. অসহযোগ আন্দোলন কত সালে হয়?
উত্তরঃ 1920 সালে।
Q 20. ভারতছাড়ো আন্দোলন কত সালে হয়?
উত্তরঃ 1942 সালে।