ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য যুদ্ধ ও আন্দোলন PDF

ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য যুদ্ধ ও আন্দোলন -এর তালিকাটি যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই তালিকাটি যদি ভালোমতো মনে রাখা যায় তাহলে যুদ্ধ ও আন্দোলন বা বিদ্রোহ সম্পর্কিত যেকোন উত্তর দেওয়া সম্ভব। নিচে ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য যুদ্ধ ও আন্দোলন PDF -এর ডাউনলোড লিংক দেওয়া হয়েছে।

সূচিপত্র

ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য যুদ্ধ ও আন্দোলন PDF

#সালযুদ্ধ ও আন্দোলন
1খ্রিস্টপূর্ব 260 অব্দকলিঙ্গ যুদ্ধ
2খ্রিস্টপূর্ব 326 অব্দহিদাস্পিসের যুদ্ধ
31191 খ্রিস্টাব্দতরাইনের প্রথম যুদ্ধ
41192 খ্রিস্টাব্দতরাইনের দ্বিতীয় যুদ্ধ
51526 খ্রিস্টাব্দপ্রথম পানিপথের যুদ্ধ
61527 খ্রিস্টাব্দখানুয়ার যুদ্ধ
71529 খ্রিস্টাব্দঘর্ঘরার যুদ্ধ
81539 খ্রিস্টাব্দচৌসার যুদ্ধ
91540 খ্রিস্টাব্দবিল্বগ্রাম বা কনৌজের যুদ্ধ
101556 খ্রিস্টাব্দদ্বিতীয় পানিপথের যুদ্ধ
111576 খ্রিস্টাব্দহলদিঘাটের যুদ্ধ
121672 খ্রিস্টাব্দসৎনামী বিদ্রোহ
131740 খ্রিস্টাব্দগিরিয়ার যুদ্ধ
141757 খ্রিস্টাব্দপলাশীর যুদ্ধ
151759 খ্রিস্টাব্দবিদরার যুদ্ধ
161760 খ্রিস্টাব্দবন্দিবাসের যুদ্ধ
171761 খ্রিস্টাব্দপানিপথের তৃতীয় যুদ্ধ
181763 খ্রিস্টাব্দসন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সূচনা
191767 খ্রিস্টাব্দপ্রথম ইঙ-মহীশূর যুদ্ধ
201769 খ্রিস্টাব্দসন্দীপের বিদ্রোহ
211775 খ্রিস্টাব্দপ্রথম ইঙ-মারাঠা যুদ্ধ
221780 খ্রিস্টাব্দদ্বিতীয় ইঙ-মহীশূর যুদ্ধ
231795 খ্রিস্টাব্দখরদার যুদ্ধ
241816 খ্রিস্টাব্দবেরিলির যুদ্ধ
251817 খ্রিস্টাব্দপাইক বিদ্রোহ
261818 খ্রিস্টাব্দফরাজী আন্দোলন
271820 খ্রিস্টাব্দকোল বিদ্রোহ
281822 খ্রিস্টাব্দওয়াহাবি আন্দোলন
291845 খ্রিস্টাব্দপ্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ
301855 খ্রিস্টাব্দসাঁওতাল বিদ্রোহ
311857 খ্রিস্টাব্দমহাবিদ্রোহ (সিপাহী)
321859 খ্রিস্টাব্দনীলবিদ্রোহ
331866 খ্রিস্টাব্দচুয়ার বিদ্রোহ
341905 খ্রিস্টাব্দস্বদেশী আন্দোলন
351915 খ্রিস্টাব্দবুড়িবালামের যুদ্ধ
361916 খ্রিস্টাব্দহোমরুল আন্দোলন
371917 খ্রিস্টাব্দচম্পারন সত্যাগ্রহ আন্দোলন
381919 খ্রিস্টাব্দখিলাফৎ আন্দোলন
391920 খ্রিস্টাব্দঅসহযোগ আন্দোলন
401930 খ্রিস্টাব্দআইন অমান্য আন্দোলন
411930 খ্রিস্টাব্দঅলিন্দ যুদ্ধ
421942 খ্রিস্টাব্দভারতছাড়া আন্দোলন
431946 খ্রিস্টাব্দনৌবিদ্রোহ
441946 খ্রিস্টাব্দতেভাগা আন্দোলন

ভারতের উল্লেখযোগ্য যুদ্ধ ও আন্দোলন PDF – Download

ভারতের বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা তালিকা – Download


ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য যুদ্ধ ও আন্দোলন প্রশ্ন-উত্তর


Q 1. খানুয়ার যুদ্ধ কত সালে হয়?

উত্তরঃ 1527 সালে।

Q 2. পলাশীর যুদ্ধ কত সালে হয়?

উত্তরঃ 1757 সালে।

Q 3. বিলগ্রামের যুদ্ধ কত সালে হয়?

উত্তরঃ 1540 সালে।

Q 4. বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল?

উত্তরঃ 1760 সালে।

Q 5. ঘর্ঘরার যুদ্ধ কত সালে হয়েছিল?

উত্তরঃ 1529 সালে।

Q 6. হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়?

উত্তরঃ 1576 সালে।

Q 7. পানিপথের ১ম যুদ্ধ কত সালে হয়?

উত্তরঃ 1526 সালে।

Q 8. পানিপথের ৩য় যুদ্ধ কত সালে হয়?

উত্তরঃ 1761 সালে।

Q 9. তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়?

উত্তরঃ 1911 সালে।

Q 10. ফরায়েজী আন্দোলন কত সালে হয়?

উত্তরঃ 1818 সালে।

Q 11. ওয়াহাবি আন্দোলন কত সালে হয়েছিল?

উত্তরঃ 1822 সালে।

Q 12. খিলাফত আন্দোলন কত সালে হয়?

উত্তরঃ 1919 সালে।

Q 13. সিপাহী বিদ্রোহ কত সালে হয়?

উত্তরঃ 1857 সালে।

Q 14. নীল বিদ্রোহ কত সালে হয়?

উত্তরঃ 1859 সালে।

Q 15. কোল বিদ্রোহ কত সালে হয়?

উত্তরঃ 1820 সালে।

Q 16. সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়?

উত্তরঃ 1855 সালে।

Q 17. ফকির বিদ্রোহ কত সালে হয়?

উত্তরঃ 1763 সালে।

Q 18. আইন অমান্য আন্দোলন কত সালে হয়?

উত্তরঃ 1930 সালে।

Q 19. অসহযোগ আন্দোলন কত সালে হয়?

উত্তরঃ 1920 সালে।

Q 20. ভারতছাড়ো আন্দোলন কত সালে হয়?

উত্তরঃ 1942 সালে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =

Scroll to Top