WB PSC Question Answer in Bengali [Miscellaneous Exam 2020]

41 নিচের কোন গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা?

[A] কার্বন-ডাই-অক্সাইড

[B] অক্সিজেন

[C] ক্লোরিন

[D] অ্যামোনিয়া

Show Ans

Correct Answer: [D] অ্যামোনিয়া

42. একশৃঙ্গ গন্ডার দেখা যায়_

[A] পশ্চিমবঙ্গের জলদাপাড়ায়

[B] আসামের কাজিরাঙায়

[C] গোরুমারায়

[D] উপরের সবকটিতে দেখা যায়

Show Ans

Correct Answer: [D] উপরের সবকটিতে দেখা যায়

43. নিচের কোন গ্যাসটি অজ্ঞান করতে ব্যবহৃত হয়

[A] নাইট্রোজেন

[B] মিথেন

[C] হাইড্রোজেন পার-অক্সাইড

[D] নাইট্রাস অক্সাইড

Show Ans

Correct Answer: [D] নাইট্রাস অক্সাইড

44. ভারতে পঞ্চায়েতীরাজ্ ব্যবস্থা কবে শুরু হয়? 

[A] ১৯৫২ সালে

[B] ১৯৫১ সালে

[C] ১৯৫৭ সালে

[D] ১৯৫৩ সালে

Show Ans

Correct Answer: [C] ১৯৫৭ সালে

45. NABARD – কবে প্রতিষ্টিত হয়?

[A] ১৯৮২ সালে

[B] ১৯৮০ সালে

[C] ১৯৮৬ সালে

[D] ১৯৯১ সালে

Show Ans

Correct Answer: [A] ১৯৮২ সালে

46. নিম্নলিখিত কার আমলে বিধবাবিবাহ আইন প্রণীত হয়?

[A] লর্ড রিপন

[B] লর্ড ক্যানিং

[C] লর্ড বেন্টিক

[D] লর্ড ডালহৌসি

Show Ans

Correct Answer: [D] লর্ড ডালহৌসি

47. শাল এক ধরনের __

[A] চিরহরিৎ গাছ

[B] পর্ণমোচী গাছ

[C] কনিফেরাস গাছ

[D] জেরোফাইটিক গাছ

Show Ans

Correct Answer: [B] পর্ণমোচী গাছ

48. হিমালয় একটি_

[A] স্তুপ পর্বত

[B] ভঙ্গিল পর্বত

[C] অবশিষ্ট পর্বত

[D] উপরের কোনটিই সঠিক নয়। 

Show Ans

Correct Answer: [B] ভঙ্গিল পর্বত

49. তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে_

[A] থার্মোস্ট্যাট

[B] ডায়নামো

[C] মোটর

[D] রেকটিফায়ার

Show Ans

Correct Answer: [C] মোটর

50. ‘অমৃত বাজার’ পত্রিকা কে চালু করেন?

[A] সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়

[B] বারীন্দ্র ঘোষ

[C] শিশির কুমার ঘোষ

[D] কৃষ্ণকুমার মিত্র

Show Ans

Correct Answer: [C] শিশির কুমার ঘোষ

Join Our Facebook Page

3 thoughts on “WB PSC Question Answer in Bengali [Miscellaneous Exam 2020]”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

twelve + eighteen =

Scroll to Top