বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 1 August 2020

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স: 1 August 2020: প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স: 1 August 2020

1. সম্প্রতি কোন ব্যাঙ্ক ‘Kona Kona Ummed’ নামক একটি প্রচার অভিযান শুরু করেছে?

[A] ICICI Bank

[B] YES Bank

[C] Axis Bank

[D] Kotak Mahindra Bank

Show Ans

Correct Answer: [D] Kotak Mahindra Bank

2. ‘PayTM Money’ -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?

[A] নিউ দিল্লী

[B] মুম্বাই

[C] নয়ডা

[D] ব্যাঙ্গালুরু

Show Ans

Correct Answer: [D] ব্যাঙ্গালুরু

Short Note : সম্প্রতি ‘PayTM Money’ -এর নতুন Ceo পদে নিযুক্ত হয়েছেন বরুন শ্রীধর।

3. কোন দেশ 2021 সালে BRICS -এর সভাপতিত্ব গ্রহণ করবে?

[A] চীন

[B] রাশিয়া

[C] ব্রাজিল

[D] ভারত

Show Ans

Correct Answer: [D] ভারত

Short Note: ভারত 2021 সালে BRICS -এর সভাপতির দায়িত্ব গ্রহণ করবে। বর্তমানে রাশিয়া BRICS -এর সভাপতির দায়িত্ব পালন করছে। 

4. ‘NITI Aayog’ -এর বর্তমান CEO কে?

[A] অজয় ত্যাগী

[B] অজিত ডোভাল

[C] রাজীব কুমার

[D] অমিতাভ কান্ত

Show Ans

Correct Answer: [D] অমিতাভ কান্ত

Short Note : ‘NITI Aayog’ -এর বর্তমান CEO -অমিতাভ কান্ত। নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় 1 লা জানুয়ারী 2015 সালে। 

5. 6th BRICS পরিবেশ মন্ত্রীর সভায় ভারতের প্রতিনিধিত্ব কে করেন?

[A] পীযুষ গোয়েল

[B] হর্ষ বর্ধন 

[C] রাজনাথ সিং

[D] প্রকাশ জাভাদেকার

Show Ans

Correct Answer: [D] প্রকাশ জাভাদেকার

Short Note : ভিডিও কনফারেন্স এর মাধ্যমে 30 জুলাই 2020 তারিখে 5 টি BRICS দেশের পরিবেশ মন্ত্রীর সভা অনুষ্ঠিত হয় রাশিয়ার সভাপতিত্বে। 

Download Monthly Current Affairs PDF

* Like Facebook Page*

*Join Telegram*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

17 − 6 =

Scroll to Top