Current Affairs in Bengali PDF: 19th October 2020

Current Affairs in Bengali PDF: 19th October 2020 : প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।

Current Affairs in Bengali PDF: 19th October 2020

1. কোন দেশ International Solar Alliance -এর সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছে?

[A] ভারত

[B] রাশিয়া

[C] জাপান

[D] জার্মানি

Show Ans

Correct Answer: [A] ভারত

Short Note: ভারত আন্তর্জাতিক সৌর জোটের (ISA) সভাপতি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছে।  ভিডিও কনফারেসিংয়ের মাধ্যমে International Solar Alliance -এর তৃতীয় সভাটি অনুষ্ঠিত হয় এবং ফ্রান্স সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়।উভয় দেশ দুই বছরের জন্য এই পদে অধিষ্ঠিত থাকবে। 

2. International Day of Rural Women কবে পালন করা হয়?

[A] 12 অক্টোবর

[B] 13 অক্টোবর

[C] 14 অক্টোবর

[D] 15 অক্টোবর

Show Ans

Correct Answer: [D] 15 অক্টোবর

Short Note: 2020 সালের 15 অক্টোবর International Day of Rural Women পালন করা হয়েছে। এই দিনটি পালনের মূললক্ষ্য হল – কৃষি ও গ্রামীণ উন্নয়ন, খাদ্য সুরক্ষা উন্নয়ন এবং গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে গ্রামীণ মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানকে গুরুত্ব দেওয়া।

3. প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী Food and Agriculture Organisation (FAO) -এর 75 তম বার্ষিকী উপলক্ষে কত মূল্যের INR মুদ্রা চালু করেছেন?

[A] Rs 25

[B] Rs 50

[C] Rs 75

[D] Rs 100

Show Ans

Correct Answer: [C] Rs 75

Short Note: প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী খাদ্য ও কৃষি সংস্থার (FAQ) 75 তম বার্ষিকী উপলক্ষে Rs 75 মূল্যের মুদ্রা চালু করেছেন। 

4. ‘Globar Hunger Index 2020’ -এ ভারতের স্থান কততম?

[A] 75

[B] 78

[C] 88

[D] 94

Show Ans

Correct Answer: [D] 94

Short Note: ‘Globar Hunger Index 2020’ -এ ভারতের স্থান – 94. যেখানে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের স্থান – 75, মায়ানমারের স্থান – 78 এবং পাকিস্তানের স্থান – 88

5. কোন দেশ ভারত থেকে (INS Sindhuvir) নামে তার প্রথম সাবমেরিন পাবে?

[A] বাংলাদেশ

[B] শ্রীলংকা

[C] মায়ানমার

[D] মালদ্বীপ

Show Ans

Correct Answer: [C] মায়ানমার

Short Note: সম্প্রতি বিদেশ মন্ত্রকের অফিসিয়াল মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব ঘোষণা করেন মায়ানমার নৌবাহিনী তার প্রথম সাবমেরিন INS Sindhuvir পাচ্ছে। উল্লিখিত এই সাবমেরিনটির ৪৫ দিন ডুবে থাকার ক্ষমতা রয়েছে। 

6. প্রথম ভারতীয় অস্কার জয়ী ভানু আথাইয়া প্রয়াত হলেন। তিনি ছিলেন একজন __

[A] অভিনেতা

[B] পরিচালক

[C] গায়ক

[D] পোশাক ডিজাইনার

Show Ans

Correct Answer: [D] পোশাক ডিজাইনার

Short Note : প্রথম ভারতীয় অস্কার জয়ী ভানু আথাইয়া ছিলেন একজন পোশাক ডিজাইনার। তিনি ১৯৮৩ সালে গান্ধী চলচিত্রে সেরা পোশাক ডিজাইনের জন্য অস্কার পুরস্কার অর্জন করেন। তিনি মহারাষ্ট্রের কোলহাপুরে ১৯২৯ সালে জন্মগ্রহন করেন। 

7. জাতিসঙ্ঘ বাৎসরিক World Food Day কবে পালন করে? 

[A] 15 অক্টোবর

[B] 16 অক্টোবর

[C] 17 অক্টোবর

[D] 18 অক্টোবর

Show Ans

Correct Answer: [B] 16 অক্টোবর

Short Note: জাতিসঙ্ঘ প্রতিবছর Food and Agriculture Organisation (FAQ) -এর স্থাপনা দিবস দিন 16 অক্টবোর তারিখে World Food Day বা বিশ্ব খাদ্য দিবস পালন করে। 

8. International Monetary Fund (IMF) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?

[A] প্যারিস

[B] রোম

[C] জেনেভা

[D] ওয়াসিংটন ডিসি

Show Ans

Correct Answer: [D] ওয়াসিংটন ডিসি

Short Note: International Monetary Fund (IMF) -এর সদরদপ্তর অবস্থিত – ওয়াসিংটন ডি.সি, আমেরিকা যুক্তরাষ্ট্র।

To Download Bangla Current Affairs MCQ: 19th October 2020 – Click Here

For More Daily Current Affairs – Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =

Scroll to Top