Current Affairs MCQ Pdf: 1 January 2021

Current Affairs MCQ Pdf: 1 January 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে Current Affairs MCQ Pdf: 1 January 2021 বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।


Current Affairs MCQ Pdf: 1 January 2021


1. প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী 1লা জানুয়ারী 2021 তারিখে কয়টি রাজ্যে লাইট হাউস প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন?

[A] চার

[B] পাঁচ

[C] ছয়

[D] সাত

Show Ans

Correct Answer: [C] ছয়

Short Note: প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী 1লা জানুয়ারী 2021 তারিখে দেশের ছয়টি রাজ্যে (উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, ঝাড়খন্ড ও ত্রিপুরা) Light House Projects (LHPs) -এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। 

2. ‘DRDO’s Scientist of the Year Award’ দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে?

[A] P Kunhikrishnan

[B] S Somnath

[C] Hemant Kumar Pandey

[D] Sam Dayal Dev

Show Ans

Correct Answer: []

Short Note: ছয়টি ভেষজ ঔষুধ বিকাশে ভারতীয় বিজ্ঞানী হেমন্ত কুমার পান্ডের অসাধারন অবদানের জন্য ‘DRDO’s Scientist of the Year Award’ প্রদান করা হয়।

DRDO (Defence Research and Development Organisation) -এর প্রতিষ্ঠা হয় – 1958 সালে এবং সদরদপ্তর DRDO ভবন, নিউ দিল্লি।

3. সম্প্রতি ‘মাইলাদুথুরাই’  কোন রাজ্যের 38তম জেলা হিসাবে স্থাপিত হয়েছে?

[A] কর্ণাটক

[B] তামিলনাড়ু

[C] কেরালা

[D] অন্ধ্রপ্রদেশ

Show Ans

Correct Answer: [B] তামিলনাড়ু

Short Note : তামিলনাড়ু সরকার 31 ডিসেম্বর 2020 সালে রাজ্যের নাগাপাত্তিনাম (Nagapattinam) জেলা কে ভেঙে 38তম জেলা হিসাবে ‘মাইলাদুথুরাই’ (Mayiladuthurai) জেলার গঠন করেছে। 

4. সম্প্রতি ভারত সরকার দেশের সর্বোচ্চ “মৌসম বিজ্ঞান কেন্দ্র”(Meteorological Centre) কোথায় স্থাপিত করেছে?

[A] মানালি

[B] লেহ

[C] শ্রীনগর

[D] কোনটিই সঠিক নয় 

Show Ans

Correct Answer: [B] লেহ

5. সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোথায় INS Khukri Memorial-এর উদ্ভোদন করেন?

[A] পানাজি

[B] আন্দামান ও নিকোবর

[C] দমন ও দিউ

[D] লাক্ষাদ্বীপ

Show Ans

Correct Answer: [C] দমন ও দিউ

6. Tesla -এর বর্তমান CEO কে?

[A] Bill Gates

[B] Elon Musk

[C] Jack Ma

[D] Warren Buffett

Show Ans

Correct Answer: [B] Elon Musk

7. India Meteorological Department -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?

[A] কোলকাতা

[B] নিউ দিল্লি

[C] মুম্বাই

[D] দেরাদুন

Show Ans

Correct Answer: [B] নিউ দিল্লি

Short Note : India Meteorological Department -এর সদরদপ্তর মৌসম ভবন, নিউ দিল্লিতে অবস্থিত। এর প্রতিষ্ঠা হয় 1875 সালে। 

8. Reserve Bank Of India (RBI) কবে প্রতিষ্ঠিত হয়?

[A] 1925

[B] 1935

[C] 1945

[D] 1929

Show Ans

Correct Answer: [B] 1935

Short Note : Reserve Bank Of India (RBI) প্রতিষ্ঠিত হয় 1935 সালের 1 লা এপ্রিল। 


Join on Telegram

Read More: Current Affairs MCQ: 29 December


Download Current Affairs PDF: 1st January 2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =

Scroll to Top