Current Affairs MCQ Pdf: 14 January 2021

Current Affairs MCQ Pdf: 14 January 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে  বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।


Current Affairs MCQ Pdf: 14 January 2021


1. সম্প্রতি প্রকাশিত ‘Henley Passport Index’ -এ কোন দেশ শীর্ষে রয়েছে?

[A] সিঙ্গাপুর

[B] জার্মানি

[C] জাপান

[D] দক্ষিন কোরিয়া

Show Ans

Correct Answer: [C] জাপান

2. সম্প্রতি প্রকাশিত ‘Henley Passport Index’ -এ ভারতের অবস্থান কততম?

[A] 100

[B] 90

[C] 95

[D] 85

Show Ans

Correct Answer: [D] 85

3. সম্প্রতি কোন রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের প্রতিদিন 2 GB Data দেওয়ার ঘোষণা করেছে?

[A] কর্ণাটক

[B] কেরালা

[C] অন্ধ্রপ্রদেশ

[D] তামিলনাড়ু

Show Ans

Correct Answer: [D] তামিলনাড়ু

4. সম্প্রতি শিরোভানি পাহাড় (Siruvani Hills) কে – প্রজাপতির সুপার হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। শিরোভানি পাহাড় (Siruvani Hills) টি কোন রাজ্যে অবস্থিত?

[A] তামিলনাড়ু

[B] তেলেঙ্গানা

[C] কর্ণাটক

[D] কেরালা

Show Ans

Correct Answer: [A] তামিলনাড়ু

5. নীতি আয়োগ ‘Women Entrepreneurship Platform’ বৃদ্ধি করার লক্ষ্যে কোন সংস্থার সঙ্গে সমঝোতা করেছে?

[A] Jiomart

[B] Amazon

[C] Myntra

[D] Flipkart

Show Ans

Correct Answer: [D] Flipkart

6. সম্প্রতি Foreign Asset Investigation Units (FAIUs) কে প্রতিষ্ঠা করেছেন?

[A] Reserve Bank Of India

[B] Directorate of Reveneu Intelligence

[C] Income Tax Department

[D] National Investigation Agency

Show Ans

Correct Answer: [C] Income Tax Department

7. প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কবে শুরু হয়েছিল?

[A] 2015

[B] 2016

[C] 2017

[D] 2018

Show Ans

Correct Answer: [B] 2016

8. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘KARUNA ABHIYAN – 2021’ শুরু করেছে?

[A] উত্তরপ্রদেশ

[B] গুজরাট

[C] মহারাষ্ট্র

[D] মধ্যপ্রদেশ

Show Ans

Correct Answer: [B] গুজরাট

Join on Telegram


Read More: Current Affairs MCQ: 13 January


Download Current Affairs PDF: 14th January 2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

5 × two =

Scroll to Top