Current Affairs MCQ Pdf: 22 April 2021

Current Affairs MCQ Pdf: 22 April 2021 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

Current Affairs MCQ Pdf: 22 April 2021

1. DCB ব্যাঙ্কের MD & CEO পদে কে পুনরায় নিযুক্ত হয়েছেন?
[A] রজনীশ মহাজন
[B] সুনীল বর্মা
[C] রজনীশ কুমার
[D] মুরলী এম. নটরাজন

Show Ans
Correct Answer: [D] মুরলী এম. নটরাজন
Short Note: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) পুনরায় মুরলী এম. নটরাজন -কে DCB ব্যাঙ্কের MD & CEO পদে পুনরায় নিযুক্ত করেছেন।

DCB –

  • স্থাপনা – 1930
  • সদরদপ্তর – মহারাষ্ট্র
  • MD & CEO – মুরলী এম. নটরাজন। 

2. “Henley Passport Index Q2 2021” গ্লোবাল রেঙ্কিং -এ কোন দেশ শীর্ষে রয়েছে?
[A] সিঙ্গাপুর
[B] জাপান
[C] ফিনল্যাণ্ড
[D] আয়ারল্যান্ড

Show Ans

Correct Answer: [B] জাপান
Short Note:

Henley Passport Index Q2 2021 -এ প্রথম 3 টি দেশ

  1. জাপান
  2. সিঙ্গাপুর
  3. জার্মানী, দক্ষিণ কোরিয়া 

জাপান-

  • জাপান এশিয়া মহাদেশে অবস্থিত
  • রাজধানী – টোকিও
  • মুদ্রা – জাপানি ইয়েন

3. সম্প্রতি ভারত সরকার ধামরা নদীর উপর “ROPAX Jetty” প্রকল্পের মঞ্জুরি দিয়েছে। ধামরা নদী কোন রাজ্যে অবস্থিত?
[A] গুজরাট
[B] মেঘালয়
[C] সিকিম
[D] উড়িষ্যা

Show Ans

Correct Answer: [D] উড়িষ্যা
Short Note:

উড়িষ্যা (Odisha)

  • প্রতিষ্ঠা – 1 এপ্রিল 1936
  • রাজধানী – ভুবেনশ্বর
  • মুখ্যমন্ত্রী – নবীন পটনায়েক
  • রাজ্যপাল – গনেশি লাল
  • লোকসভা আসন – 21, রাজ্যসভা আসন -10 , বিধানসভা আসন – 147
  • 4 টি প্রতিবেশী রাজ্য – পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ছত্তিসগড় এবং অন্ধ্রপ্রদেশ। 

4. সম্প্রতি 21 এপ্রিল তারিখে নিম্নলিখিত কোন দিনটি পালিত হয়েছে?
[A] International Safety Pin Day
[B] International Louie Day
[C] International Day of Sports for Development and Peace
[D] World Creativity and Innovation Day

Show Ans

Correct Answer: [D] World Creativity and Innovation Day
Short Note: জাতিসঙ্ঘ (UN) দ্বারা প্রতিবছর 21 এপ্রিল তারিখে World Creativity and Innovation Day পালিত হয়।
প্রসঙ্গত, National Civil Services Day প্রতিবছর 21 এপ্রিল তারিখে ভারতে পালিত হয়। 

5. World Press Freedom Index 2021 -এ ভারতের অবস্থান কত তম?
[A] 139
[B] 140
[C] 142
[D] 144

Show Ans

Correct Answer: [C] 142l
Short Note: “Reporters Without Borders “দ্বারা প্রকাশিত World Press Freedom Index 2021 – রিপোর্টে 180 টি দেশের মধ্যে ভারতের অবস্থান 142.

World Press Freedom Index 2021 – রিপোর্টে প্রথম 3 টি দেশ –

  1. নরওয়ে
  2. ফিনল্যাণ্ড
  3. ডেনমার্ক

6. ICRA -এর অনুমান অনুযায়ী অর্থবছর 2022 -এ ভারতের GDP হার কত?
[A] 9 – 9.5%
[B] 10 – 10.5%
[C] 11 – 12%
[D] 12 – 12.5%

Show Ans

Correct Answer: [B] 10 – 10.5%
Short Note:

ICRA –

  • Information and Credit Rating Agency of India
  • প্রতিষ্ঠা – 1991
  • সদরদপ্তর – গুরগাঁও, হরিয়ানা
  • ওয়েবসাইট – www.icra.in

7. সম্প্রতি প্রয়াত ‘Walter F Mondale’ কোন দেশের পূর্ব উপ-রাষ্ট্রপতি ছিলেন?
[A] ইতালি
[B] মেক্সিকো
[C] কানাডা
[D] আমেরিকা যুক্তরাষ্ট্র

Show Ans

Correct Answer: [D] আমেরিকা যুক্তরাষ্ট্র

8. সম্প্রতি প্রয়াত বাচি সিং রাওয়াত, কোন রাজ্য থেকে 4 বার সাংসদ (MP) নির্বাচিত হয়েছিলেন>
[A] আসাম
[B] পাঞ্জাব
[C] উত্তর প্রদেশ
[D] উত্তরাখন্ড

Show Ans

Correct Answer: [D] উত্তরাখন্ড


Join on Telegram


Current Affairs MCQ Pdf: 22 April 2021: Download


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

five + three =

Scroll to Top