Daily Current Affairs in Bengali: 23-24 September 2020

Daily Current Affairs in Bengali PDF: 23 September 2020 : প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।

Daily Current Affairs in Bengali PDF: 23 September 2020

*Join Telegram*

1. ভারত কোন দেশের সাথে ভারত মহাসাগরে দুই দিনের একটি বৃহ্ৎ সামরিক অনুশীলনের আয়োজন করেছিল?

[A] জাপান

[B] মার্কিন যুক্তরাষ্ট্র

[C] ইন্দোনেশিয়া

[D] অস্ট্রেলিয়া

Show Ans

Correct Answer: [D] অস্ট্রেলিয়া

2. কোন রাজ্য সরকার ‘মুখ্যমন্ত্রী কিষান কল্যাণ যোজনা’ শুরু করার ঘোষণা দিয়েছে?

[A] পশ্চিমবঙ্গ

[B] মধ্যপ্রদেশ

[C] গুজরাট

[D] উত্তরপ্রদেশ

Show Ans

Correct Answer: [B] মধ্যপ্রদেশ

3. ‘World Rhino Day’ কবে পালিত হয়?

[A] 21 শে সেপ্টেম্বর 

[B] 22 শে সেপ্টেম্বর 

[C] 23 শে সেপ্টেম্বর 

[D] 24 শে সেপ্টেম্বর 

Show Ans

Correct Answer: [B] 22 শে সেপ্টেম্বর 

4. ‘International Day of Peace 2020’ -এর থিম কি ছিল?

[A] Building Blocks for Peace

[B] Shaping Peace Together

[C] Climate Action for Peace

[D] Education for Peace

Show Ans

Correct Answer: [B] Shaping Peace Together

5. বন্ধন ব্যংকের সদরদপ্তর কোথায় অবস্থিত?

[A] মুম্বাই

[B] দিল্লী

[C] কোলকাতা

[D] পুনে

Show Ans

Correct Answer: [C] কোলকাতা

1 thought on “Daily Current Affairs in Bengali: 23-24 September 2020”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

12 + four =

Scroll to Top