Daily Current Affairs in Bengali PDF: 22 September 2020

Daily Current Affairs in Bengali PDF: 22 September 2020 : প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।

Daily Current Affairs in Bengali PDF: 22 September 2020

1. US Open পুরুষদের একক শিরোপা কে জিতেছে?

[A] Roger Federer

[B] Alexander Zverev

[C] Dominic Thiem

[D] Rafael Nadal

Show Ans

Correct Answer: [C] Dominic Thiem

2. হিন্দি দিবস কবে পালিত হয়?

[A] 13 সেপ্টেম্বর 

[B] 14 সেপ্টেম্বর 

[C] 15 সেপ্টেম্বর 

[D] 16 সেপ্টেম্বর 

Show Ans

Correct Answer: [B] 14 সেপ্টেম্বর 

3. জাপানের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?

[A] Yoshihide Suga

[B] Shigeru Ishiba

[C] Fumio Kishida 

[D] কোনটিই নয়। 

Show Ans

Correct Answer: [A] Yoshihide Suga

4. প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যে কোশি রেল মহা সেতু উদ্বোধন করেন?

[A] উড়িষ্যা

[B] মহারাষ্ট্র

[C] বিহার

[D] আসাম

Show Ans

Correct Answer: [C] বিহার

5. সম্প্রতি কোন রাজ্য সরকার ইলেকট্রিক দু-চাকার গাড়ি এবং ই – রিকশার জন্য ভর্তুকি প্রকল্প ঘোষণা করেছে?

[A] বিহার

[B] উত্তরপ্রদেশ

[C] মধ্যপ্রদেশ

[D] গুজরাট

Show Ans

Correct Answer: [D] গুজরাট

6. ভারতের বর্তমান জাতীয় সুরক্ষা উপদেষ্টা (National Security Advisor) হলেন _

[A] উর্মিলা ত্রিবেদী

[B] উপাসনা মন্ডল

[C] স্বপ্ননীল কেঁদে

[D] অজিত ডোভাল

Show Ans

Correct Answer: [D] অজিত ডোভাল

7. International Labour Organisation (ILO) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?

[A] নিউইয়র্ক

[B] লন্ডন

[C] নিউ দিল্লী

[D] জেনেভা 

Show Ans

Correct Answer: [D] জেনেভা 

8. কাঁদলা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত?

[A] কেরালা

[B] গুজরাট

[C] অন্ধ্রপ্রদেশ

[D] পশ্চিমবঙ্গ

Show Ans

Correct Answer: [B] গুজরাট

Download Pdf File

*Join Telegram*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

17 + 6 =

Scroll to Top