Daily Current Affairs MCQ: 17th December 2020

Daily Current Affairs MCQ: 17th December 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে Daily Current Affairs MCQ in Bengali বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

Daily Current Affairs MCQ: 17th December 2020

1. সম্প্রতি কোন রাজ্য সরকার ‘Land Grabbing Prohibition Act’ চালু করেছে?

[A] মধ্যপ্রদেশ

[B] মহারাষ্ট্র

[C] উত্তরপ্রদেশ

[D] গুজরাট

Show Ans

Correct Answer: [D] গুজরাট

Short Note: সম্প্রতি 16 ডিসেম্বর 2020 সালে গুজরাট রাজ্য সরকার ‘Land Grabbing Prohibition Act’ কার্যকরী করেছে। 

2. ভারতে কবে বিজয় দিবস পালন করা হয়?

[A] 15 ডিসেম্বর

[B] 16 ডিসেম্বর

[C] 17 ডিসেম্বর

[D] 18 ডিসেম্বর

Show Ans

Correct Answer: [B] 16 ডিসেম্বর

Short Note : 1971 সালের যুদ্ধে পাকিস্তনের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক বিজয়ে প্রতি বছর 16 ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়।

3. প্রতিবছর ‘আন্তর্জাতিক চা দিবস বা International Tea Day’ কবে পালিত হয়?

[A] 15 ডিসেম্বর

[B] 16 ডিসেম্বর

[C] 17 ডিসেম্বর

[D] 18 ডিসেম্বর

Show Ans

Correct Answer: [A] 15 ডিসেম্বর

4. সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জেলায় মেডিক্যাল কলেজ স্থাপনের ঘোষণা করেছে?

[A] মধ্যপ্রদেশ

[B] গুজরাট

[C] ঝাড়খন্ড

[D] উত্তরপ্রদেশ

Show Ans

Correct Answer: [D] উত্তরপ্রদেশ

5. সম্প্রতি ‘OLA’ কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা স্থাপনের ঘোষণা করেছে?

[A] অন্ধ্রপ্রদেশ

[B] তামিলনাড়ু

[C] কর্ণাটক

[D] গুজরাট

Show Ans

Correct Answer: [B] তামিলনাড়ু

6. সম্প্রতি উত্তরপ্রদেশের কোন শহরে ‘কৈলাশ মানসরোবর ভবন’ -এর উদ্ভোদন করা হয়েছে?

[A] বারাণসী

[B] গাজিয়াবাদ

[C] গোরক্ষপুর 

[D] কানপুর

Show Ans

Correct Answer: [B] গাজিয়াবাদ

7. কোন দেশে ‘2023 Men’s FIH Hockey World Cup’ অনুষ্টিত হবে?

[A] ভারত

[B] রাশিয়া

[C] বাংলাদেশ

[D] কানাডা

Show Ans

Correct Answer: [A] ভারত

8. ভারতের কোন রাজ্যে ‘2023 Men’s FIH Hockey World Cup’ অনুষ্ঠিত হবে?

[A] মহারাষ্ট্র

[B] উত্তরপ্রদেশ

[C] উড়িষ্যা

[D] মধ্যপ্রদেশ

Show Ans

Correct Answer: [C] উড়িষ্যা

Join on Telegram

Read More: Current Affairs MCQ: 16th December

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

fourteen − one =

Scroll to Top