Daily Current Affairs MCQ: 28 December 2020

Daily Current Affairs MCQ: 28 December 2020 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে Daily Current Affairs MCQ in Bengali বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

Daily Current Affairs MCQ: 28 December 2020

1. ভারত কবে ‘Global Media & Film Summit’ হোস্ট করবে?

[A] 2021

[B] 2022

[C] 2023

[D] 2024

Show Ans

Correct Answer: [A] 2021

Short Note : সম্প্রতি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর ঘোষণা করেছেন ভারত 2021 সালে ‘Global Media & Film Summit’ হোস্ট করবে। 

2. সম্প্রতি আদিত্যনাথ দাস কোন রাজ্যের মুখ্যসচিব পদে নিযুক্ত হয়েছেন?

[A] উত্তরপ্রদেশ

[B] অন্ধ্রপ্রদেশ

[C] গুজরাট

[D] মধ্যপ্রদেশ

Show Ans

Correct Answer: [B] অন্ধ্রপ্রদেশ

Short Note: সম্প্রতি IAS অফিসার আদিত্যনাথ দাস অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্য সচিব (Chief Secretary) পদে নিযুক্ত হয়েছেন। 

3. ‘Good Governance Day’ কবে পালিত হয়?

[A] 25 ডিসেম্বর

[B] 26 ডিসেম্বর

[C] 27 ডিসেম্বর

[D] 28 ডিসেম্বর

Show Ans

Correct Answer: [A] 25 ডিসেম্বর

4. ‘Boxing Day’ কবে পালিত হয়?

[A] 25 ডিসেম্বর

[B] 26 ডিসেম্বর

[C] 27 ডিসেম্বর

[D] 28 ডিসেম্বর

Show Ans

Correct Answer: [B] 26 ডিসেম্বর

5. ‘FIFA U-20 World Cup 2023’ কোন দেশ হোস্ট করবে?

[A] পেরু

[B] কলম্বিয়া

[C] পোল্যান্ড

[D] ইন্দোনেশিয়া

Show Ans

Correct Answer: [D] ইন্দোনেশিয়া

Short Note : Covid-19 মহামারীর কারনে ‘FIFA U-20 World Cup 2021’ স্থগিত হওয়ার পর ‘FIFA U-20 World Cup 2023’ ইন্দোনেশিয়া হোস্ট করবে। 

6. রোমানিয়ার নব নির্বাচিত প্রধানমন্তীর নাম কী?

[A] Mihai Tudose

[B] Viorica Dancila

[C] Florin Citu

[D] Ludovic Orban

Show Ans

Correct Answer: [C] Florin Citu

7. ‘Border Security Force’ -এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে?

[A] সুনীল কুমার

[B] রাকেশ আস্থানা

[C] সুনীল চোপড়া

[D] প্রকাশ আলুবালিয়া

Show Ans

Correct Answer: [B] রাকেশ আস্থানা

8. ‘Indian International Science Festival 2020’ -এর থিম কি ছিল?

[A] Science and Covid-19

[B] Science fo Self-Reliant India and Global Walfare

[C] Atma Nirbhar Vigyanika

[D] Bharat Vigyan

Show Ans

Correct Answer: [B] Science fo Self-Reliant India and Global Welfare

Join on Telegram

Read More: Current Affairs MCQ: 26 December

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

1 × one =

Scroll to Top