বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 13 August 2020
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 13 August 2020:প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।
1. Khadi and Village Industries Commission (KVIC) কোন রাজ্যে তার প্রথম রেশম প্রশিক্ষন সহ-উৎপাদন কেন্দ্র চালু করার পরিকল্পনা করেছে?
[A] গুজরাট
[B] মধ্যপ্রদেশ
[C] অরুণাচলপ্রদেশ
[D] মহারাষ্ট্র
2. এস. এন রাজেশ্বরী কোন বীমা সংস্থার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত হয়েছেন?
[A] TATA AIG General Insurance Company Limited
[B] New India Assurance Company Limited
[C] United India Insurance Company Limited
[D] Oriental Insurance Company Limited
3. ‘World Lion Day 2020’ কবে পালিত হয়েছে?
[A] 31 July
[B] 11 August
[C] 8 August
[D] 10 August
4. ‘Sagardighi Thermal Power Plant’ কোন রাজ্যে অবস্থিত?
[A] আসাম
[B] বিহার
[C] ঝাড়খন্ড
[D] পশ্চিমবঙ্গ
5. ‘Panna National Park’ কোন রাজ্যে অবস্থিত?
[A] পশ্চিমবঙ্গ
[B] উত্তরপ্রদেশ
[C] মধ্যপ্রদেশ
[D] আসাম
6. লেবাননের রাজধানী এবং মুদ্রা কী?
[A] Athens & Pound
[B] Beirut &Yen
[C] Nicosia & Euro
[D] Beirut & Pound
Download Monthly Current Affairs PDF