বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 18 August 2020

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 18 August 2020

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ: 18 August 2020:প্রতিদিনের ন্যায় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে দেশ, দুনিয়া ও রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলীর উপর ভিত্তি করে আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা সবাই জানি কারেন্ট অ্যাফেয়ার্স যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। Gk Bengali প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স -এর উপর 10 টি করে (Multiple Choice Question) MCQ নিয়ে আসে। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিদার্থে আমরা বিনামূল্যে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স PDF দিয়ে থাকি।

1. প্রথম ‘World Solar Technology Summit’ কবে অনুষ্ঠিত হবে?

[A] 30 সেপ্টেম্বর

[B] 31 সেপ্টেম্বর

[C] 8 সেপ্টেম্বর

[D] 12 সেপ্টেম্বর

Show Ans

Correct Answer: [C] 8 সেপ্টেম্বর

Short Note : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালের  8 সেপ্টেম্বর ভার্চুয়াল পাল্টফর্মে প্রথম ‘World Solar Technology Summit’ –এর উদ্ভোধন করবেন।এই শীর্ষ সম্মেলনটির আয়োজক হলেন – International Solar Alliance (ISA) .

2. মেঘালয়ের নতুন রাজ্যপাল কে নিযুক্ত হয়েছেন?

[A] RN Ravi

[B] Satya Pal Malik

[C] Najma Heptulla

[D] PS Sreedharan Pillai

Show Ans

Correct Answer: [B] Satya Pal Malik

3. ভারতের কোন ইন্সটিটিউটটি  উদ্ভাবনী শিক্ষা প্রতিষ্ঠান তালিকায় প্রথম স্থান পেয়েছে?

[A] আইআইটি বোম্বাই 

[B] আইআইটি দিল্লি 

[C] আইআইটি কানপুর

[D] আইআইটি মাদ্রাজ

Show Ans

Correct Answer: [D] আইআইটি মাদ্রাজ

Short Note: Indian Institute of Technology Madras -এর প্রতিষ্ঠা হয় 1959 খ্রিস্টাব্দে। 

4. ভারতের বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) কোথায় অনুষ্ঠিত হয়?

[A] মুম্বাই

[B] কোলকাতা

[C] দিল্লী

[D] গোয়া

Show Ans

Correct Answer: [D] গোয়া

Short Note: ভারতের বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) প্রতিবছর গোয়ায় অনুষ্ঠিত হয়। 2020 সালের 28 নভেম্বর গোয়ায় 51 তম International Film Festival of India (IFFI) অনুষ্ঠিত হবে। 

5. কোন মন্ত্রক ‘‘Nasha-Mukt Bharat’’ অভিযান শুরু করেছে?

[A] Ministry of Housing and Urban Affairs

[B] Ministry of Social justice and Empowerment

[C] Ministry of Health and Family Affairs

[D] Ministry of Panchayat Raj

Show Ans

Correct Answer: [B] Ministry of Social justice and Empowerment

Download Monthly Current Affairs PDF

*Join Telegram*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

three × three =

Scroll to Top