ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা PDF Download

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা PDF Download

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা PDF Download ভারতের বিমানবন্দরগুলি Airports Authority of India (AAI) দ্বারা পরিচালিত হয়। ভারতে মোট 34 টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। ভারতে পরিচালিত প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর হ’ল ভারতের কেরালার কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর , আর আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকার সাম্প্রতিক যুক্ত বিমানবন্দর হ’ল কেরালার কালিকুট আন্তর্জাতিক বিমানবন্দর । Static Gk বিভাগে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয়।এই বিষয় 1 থেকে 2 টি  প্রশ্ন এসেই থাকে।সুতরাং, আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা ভালো করে মনে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।


ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা


বিমানবন্দরঅবস্থান
ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরমুম্বাই, মহারাষ্ট্র
কেম্পেগোওদা আন্তর্জাতিক বিমানবন্দরব্যাঙ্গালোর, কর্ণাটক
চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরচেন্নাই, তামিলনাড়ু
নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরকোলকাতা, পশ্চিমবঙ্গ
চৌধুরী চরণসিং আন্তর্জাতিক বিমানবন্দরলখনউ, উত্তরপ্রদেশ
শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দরঅমৃতসর, পাঞ্জাব
বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দরবিশাখাপত্তম, অন্ধ্রপ্রদেশ
কুন্নুর আন্তর্জাতিক বিমানবন্দরকুন্নুর, কেরালা
স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দররায়পুর ছত্তিসগড়
সুরাট আন্তর্জাতিক বিমানবন্দরসুরাট, গুজরাট
দেবী অহল্যা বাই হলকার আন্তর্জাতিক বিমানবন্দরইন্দোর, মধ্যপ্রদেশ
কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরকোচি, কেরালা
সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরআহমেদাবাদ, গুজরাট
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরদিল্লী
ডাবলম বিমানবন্দরগোয়া
পুনে আন্তর্জাতিক বিমানবন্দরপুনে, মহারাষ্ট্র
তিরুবন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরতিরুবন্তপুরম, কেরালা
কোয়েম্বাটুর আন্তর্জাতিক বিমানবন্দরকোয়েম্বাটুর, তামিলনাড়ু
কালিকুট আন্তর্জাতিক বিমানবন্দরকালিকুট, কেরালা
বিজু পটনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরভুবেনশ্বর, উড়িষ্যা
লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরগৌহাটি, আসাম
লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরবারাণসী, উত্তরপ্রদেশ
রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরহায়দ্রাবাদ, তেলেঙ্গানা
তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দরতিরুচিরাপল্লী, তামিলনাড়ু
ড: বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরনাগপুর, মহারাষ্ট্র
শেইখুল আলম আন্তর্জাতিক বিমানবন্দরশ্রীনগর, জম্মু ও কাশ্মীর
ইন্ফল আন্তর্জাতিক বিমানবন্দরইন্ফল, মেঘালয়
জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরজয়পুর, রাজস্থান
মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দরমাদুরাই, তামিলনাড়ু
বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দরশিলিগুড়ি, পশ্চিমবঙ্গ
জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরপাটনা, বিহার
ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরম্যাঙ্গালোর, কর্ণাটক
চন্ডিগড় আন্তর্জাতিক বিমানবন্দরচন্ডিগড়
বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরপোর্ট ব্লেয়ার, আন্দামান ও নিকোবর

Download Pdf File


কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর


১. ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?

উত্তর: ৩৪ টি

২. পশ্চিমবঙ্গে কয়টি বিমানবন্দর রয়েছে?

উত্তর – ২ টি (প্রধাণত) নেতাজি সুভাষচন্দ্র বস আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর।

৩. ভারতের ব্যস্ততম বিমানবন্দর কোনটি?

উত্তর: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী

৪. ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি?

উত্তর: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী

৫. ভারতের উচ্চতম বিমানবন্দরের নাম কি?

উত্তর: লেহ বিমানবন্দর

2 thoughts on “ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা PDF Download”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =

Scroll to Top