ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা PDF Download
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা PDF Download ভারতের বিমানবন্দরগুলি Airports Authority of India (AAI) দ্বারা পরিচালিত হয়। ভারতে মোট 34 টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। ভারতে পরিচালিত প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর হ’ল ভারতের কেরালার কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর , আর আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকার সাম্প্রতিক যুক্ত বিমানবন্দর হ’ল কেরালার কালিকুট আন্তর্জাতিক বিমানবন্দর । Static Gk বিভাগে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয়।এই বিষয় 1 থেকে 2 টি প্রশ্ন এসেই থাকে।সুতরাং, আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা ভালো করে মনে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা
বিমানবন্দর | অবস্থান |
---|---|
ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর | মুম্বাই, মহারাষ্ট্র |
কেম্পেগোওদা আন্তর্জাতিক বিমানবন্দর | ব্যাঙ্গালোর, কর্ণাটক |
চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর | চেন্নাই, তামিলনাড়ু |
নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর | কোলকাতা, পশ্চিমবঙ্গ |
চৌধুরী চরণসিং আন্তর্জাতিক বিমানবন্দর | লখনউ, উত্তরপ্রদেশ |
শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দর | অমৃতসর, পাঞ্জাব |
বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দর | বিশাখাপত্তম, অন্ধ্রপ্রদেশ |
কুন্নুর আন্তর্জাতিক বিমানবন্দর | কুন্নুর, কেরালা |
স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর | রায়পুর ছত্তিসগড় |
সুরাট আন্তর্জাতিক বিমানবন্দর | সুরাট, গুজরাট |
দেবী অহল্যা বাই হলকার আন্তর্জাতিক বিমানবন্দর | ইন্দোর, মধ্যপ্রদেশ |
কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর | কোচি, কেরালা |
সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর | আহমেদাবাদ, গুজরাট |
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর | দিল্লী |
ডাবলম বিমানবন্দর | গোয়া |
পুনে আন্তর্জাতিক বিমানবন্দর | পুনে, মহারাষ্ট্র |
তিরুবন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর | তিরুবন্তপুরম, কেরালা |
কোয়েম্বাটুর আন্তর্জাতিক বিমানবন্দর | কোয়েম্বাটুর, তামিলনাড়ু |
কালিকুট আন্তর্জাতিক বিমানবন্দর | কালিকুট, কেরালা |
বিজু পটনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর | ভুবেনশ্বর, উড়িষ্যা |
লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর | গৌহাটি, আসাম |
লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর | বারাণসী, উত্তরপ্রদেশ |
রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর | হায়দ্রাবাদ, তেলেঙ্গানা |
তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর | তিরুচিরাপল্লী, তামিলনাড়ু |
ড: বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর | নাগপুর, মহারাষ্ট্র |
শেইখুল আলম আন্তর্জাতিক বিমানবন্দর | শ্রীনগর, জম্মু ও কাশ্মীর |
ইন্ফল আন্তর্জাতিক বিমানবন্দর | ইন্ফল, মেঘালয় |
জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর | জয়পুর, রাজস্থান |
মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দর | মাদুরাই, তামিলনাড়ু |
বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর | শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ |
জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর | পাটনা, বিহার |
ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর | ম্যাঙ্গালোর, কর্ণাটক |
চন্ডিগড় আন্তর্জাতিক বিমানবন্দর | চন্ডিগড় |
বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর | পোর্ট ব্লেয়ার, আন্দামান ও নিকোবর |
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
১. ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?
উত্তর: ৩৪ টি
২. পশ্চিমবঙ্গে কয়টি বিমানবন্দর রয়েছে?
উত্তর – ২ টি (প্রধাণত) নেতাজি সুভাষচন্দ্র বস আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর।
৩. ভারতের ব্যস্ততম বিমানবন্দর কোনটি?
উত্তর: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী
৪. ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি?
উত্তর: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী
৫. ভারতের উচ্চতম বিমানবন্দরের নাম কি?
উত্তর: লেহ বিমানবন্দর
thank you
Most Welcome………Souvik.