ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য
Home >General Knowledge >India GK >ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য PDF

ভারতের শাস্ত্রীয় নৃত্য
নৃত্য | রাজ্য |
ভারত নাট্যম | তামিলনাড়ু |
ভাংড়া | পাঞ্জাব |
গাড়োয়ালি | উত্তরাঞ্চল |
হাটারি, ইয়াকশাগণ | কর্ণাটক |
কথাকলি, মোহিনীয়াট্যম | কেরালা |
খানটুম | মিজোরাম |
লাহো | মেঘালয় |
মান্ডো | গোয়া |
নটি | হিমাচল প্রদেশ |
ওড়িশি, ছৌ | উড়িষ্যা |
বিহু | অসম |
ছৌ | পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড |
গর্বা | গুজরাট |
কত্থক | উত্তর ভারত |
কুচিপুরি | অন্ধ্রপ্রদেশ |
কার্মা | মধ্যপ্রদেশ |
মনিপুরী | মুনিপুর |
নট-নটীল, ছৌ | বিহার |
রাউফ | জম্মু ও কাশ্মীর |
ভারতের লোক ও অধিবাসি নৃত্য
রাজ্য | নৃত্য |
মহারাষ্ট্র | কথাকীর্তন, লেজিন, তামাশা, গাফা, দাহিকলা, মৌনী, দশাবতার, লোভানি, দনদনিয়া |
কর্ণাটক | হাটারি, সুগি, কুনিথা,ইয়াকশাগণ |
কেরালা | কাইকোটিকালি, কালিয়াট্যম, তাপাতিকালি |
তামিলনাড়ু | কলাট্টম, পিনাল, কুমি, কভারী, কারাগাম |
অন্ধ্রপ্রদেশ | ঘন্ট মার্দালা, বিধী নাটকম, বুড়াকথা |
উড়িষ্যা | ঘুমারা সঞ্চার, ছৌ |
পশ্চিমবঙ্গ | কাঁথি, ছৌ, বাউল, কীর্তন, যাত্রা, লামা |
অসম | বিহু, খেল গোপাল, রাসলীলা, ক্যানো |
পাঞ্জাব | গিন্ধ্যা, ভাংড়া |
জম্মু ও কাশ্মীর | রাউফ, হিকত |
হিমাচল প্রদেশ | ঝোড়া, ঝাড়ি, ড্যাংলি, মহাসু, জাড্ডা, ছাড়ি |
হরিয়ানা | ঝুমর, রাসলীলা, ফাগ নৃত্য, দাফ, ধামাল, লুর, খড়িয়া, গগর |
গুজরাট | গর্বা, ডান্ডিয়া রাম, টিপ্পানি, গোলফ |
রাজস্থান | গিনাদ, চক্রী, গাঙ্গোর, ঝুলান লীলা, ঝুমা, সুইসিনি |
বিহার | জেটা জটিন, জদুর, ছৌ, কথাপুতলি, বাখো, ঝিঝিয়া, কর্মা, নাটনা |
উত্তরপ্রদেশ | নটঙ্কি, থোরা, চাপেলি, রাসলীলা, কাজরী |