বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা: রাজ্য বা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে বিভিন্ন বিষয়ে প্রথম ভারতীয় মহিলা PDF সম্পাদিত করা হয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা

ক্রমক্ষেত্রপ্রথম মহিলা
1প্রথম ভারতীয় মিসওয়ার্ল্ড মহিলারিতা ফারিয়া
2সুপ্রিমকোর্টে প্রথম মহিলা বিচারপতিমিসেস মিরা সাহিব ফাতিমা বিবি
3থম মহিলা রাষ্ট্রদূতমিসঃ সি. বি. মুথাম্মা
4প্রথম মহিলা প্রধানমন্ত্রীশ্রীমতি ইন্দিরা গান্ধী
5মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলাবাচেন্দ্রি পাল
6স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল বা গভর্নরসরোজিনী নাইডু
7মাউন্ট এভারেস্টে দু-বার ওঠা প্রথম মহিলাসন্তোষ যাদব
8ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিঅ্যানি বেসান্ত
9হাইকোর্টে প্রথম মহিলা প্রধান বিচারপতিলীলা শেঠ
10ভারতীয় বিমানবাহিনীতে প্রথম মহিলা পাইলটহরিতা কাউর দয়াল
11রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় প্রথম মহিলা সভাপতি
বিজয়লক্ষ্মী পন্ডিত
12রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীসুচেতা কৃপালনী
13ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে প্রথম মহিলা চেয়ারম্যানরোজ মিলিয়ন বেথিউ
14প্রথম মহিলা ডি. জি. পি.কাঞ্চন চৌধুরী ভট্টাচারিয়া
15প্রথম মহিলা লেফট্যান্যান্ট জেনারেলপুনিটা আরোরা
16প্রথম মহিলা এয়ার ভাইস মার্শালপি. বন্দ্যোপাধ্যায়
17ইন্ডিয়ান্স এয়ারলাইন্স- এ প্রথম মহিলা চেয়ারপারসনসুষমা চাওলা
18প্রথম মহিলা আই. পি. এস অফিসারকিরণ বেদি
19দিল্লিতে প্রথম এবং শেষ প্রথম মহিলা শাসকরাজিয়া সুলতানা
20প্রথম মহিলা অশোক চক্র প্রাপকনীরজা ভানোট
21ইংলিশ চ্যানেল পার করা প্রথম মহিলাআরতি সাহা
22প্রথম মহিলা নোবেল পুরস্কার প্রাপকমাদার টেরেসা
23প্রথম মহিলা ভারতরত্ন প্রাপকশ্রীমতি ইন্দিরা গান্ধী
24প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকআশাপূর্ণা দেবী

গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর:-

প্রশ্নঃ সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি?

উত্তরঃ মিসেস মিরা সাহিব ফাতিমা বিবি।

প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?

উত্তরঃ শ্রীমতি ইন্দিরা গান্ধী।

প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তরঃ প্রতিভা সিং পাতিল।

প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ সুচেতা কৃপালনী।

প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?

উত্তরঃ সরোজিনী নাইডু।

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা Download

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ Download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

9 − six =

Scroll to Top