বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ: নমস্কার, পাঠকগণ আমরা আজকে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষের তালিকাটি সম্পাদন করেছি। আরোও পড়ুন, প্রথম ভারতীয় মহিলা

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ

ক্ৰমক্ষেত্রপুরুষ
ভারতের প্রথম প্রধানমন্ত্রীপন্ডিত জহরলাল নেহেরু
ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতিড: রাজেন্দ্র প্রসাদ
নোবেল জয়ী প্রথম ভারতীয়কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিউমেশ চন্দ্র বন্দোপাধ্যায়
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিবদরুদ্দীন তায়েবজি
ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতিড: জাকির হুসেন
ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল– লর্ড উইলিয়াম বেন্টিক
ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয়লর্ড ক্যানিং
স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেললর্ড মাউন্টব্যাটেন
১০স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলসি. রাজাগোপাল আচারি
১১ভারতে প্রথম ছাপাখানা শুরু করছিলজেমস হিকি
১২প্রথম ভারতীয় I . C . Sসত্যেন্দ্রনাথ ঠাকুর
১৩মহাশূন্যে প্রথম ভারতীয়রাকেশ শর্মা
১৪সময়ের আগেই পদত্যাগকারী প্রথম ভারতের প্রধানমন্ত্রীমোরারজি দেশাই
১৫ভারতের সেনাবাহিনীর প্রথম ভারতীয় সর্বাধিনায়কজেনারেল কারিয়াপ্পা
১৬প্রথম সেনাবাহিনীর প্রধান– জেনারেল মহারাজা সিংজি
১৭ভারতের প্রথম ফিল্ড মার্শালS . H . F মানেকশ
১৮পদার্থবিজ্ঞানে নোবেল বিজেতা প্রথম ভারতীয়সি. ভি. রমন
১৯ভারতরত্ন পাওয়া প্রথম ভারতীয়সি. রাজাগোপাল আচারি
২০ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয় —মিহির সেন
২১জ্ঞানপীঠ পুরস্কার পাওয়া প্রথম ভারতীয়শ্রী শঙ্কর কুরুপ
২২লোকসভার প্রথম স্পিকারগনেশ বাসুদেব মাভলঙ্কার
২৩স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতিড: রাধা কৃষ্ণন
২৪ভারতের প্রথম শিক্ষা মন্ত্রীআবুল কালাম আজাদ
২৫ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীসর্দার বল্লভ ভাই প্যাটেল
২৬ভারতের প্রথম বিমান বাহিনীর প্রধানসুব্রত মুখার্জি
২৭ভারতের প্রথম নৌ-বাহিনীর প্রধানভাইস অ্যাডমিরাল আর. ডি. কাটারি
২৮প্রথম পরমবীরচক্র প্রাপকমেজর সোমনাথ শর্মা
২৯প্রথম প্রধান নির্বাচন কমিশনারসুকুমার সেন
৩০প্রথম ম্যাগসেসে পুরস্কার প্রাপকআচার্য বিনোবা ভাবে
৩১ঔষধে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় বংশদ্ভুতহরগোবিন্দ খুরানা
৩২ভারত ভ্রমনকারী প্রথম চীনা পর্যটক —ফা-হিয়েন
৩৩প্রথম স্ট্যালিন পুরস্কার প্রাপকসাইফুদ্দিন কিচলু
৩৪কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে প্রথম পদত্যাগকারীশ্যামাপ্রসাদ মুখাৰ্জী
৩৫ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশীখান আব্দুল গফ্ফর খান
৩৬অর্থনীতিতে প্রথম নোবেল প্রাপকঅমর্ত্য সেন
৩৭সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতিবিচারপতি হীরালাল জে. কানিয়া

বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ PDFDownload

প্রশ্নঃ ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ পন্ডিত জহরলাল নেহেরু।

প্রশ্নঃ ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি?

উত্তরঃ ড: রাজেন্দ্র প্রসাদ।

প্রশ্নঃ ভারতের প্রথম নোবেল পুরস্কার কে পান?

উত্তরঃ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্নঃ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উত্তরঃ লর্ড ক্যানিং।

প্রশ্নঃ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?

উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিক।

প্রশ্নঃ ভারতের প্রথম মহাকাশচারী কে?

উত্তরঃ রাকেশ শর্মা।

প্রশ্নঃ ভারতের প্রথম শিক্ষা মন্ত্রীর নাম কি?

উত্তরঃ আবুল কালাম আজাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

seven + 11 =

Scroll to Top