ভারতের নদীরতীরে অবস্থিত শহরসমূহ pdf: নমস্কার, পাঠকগণ আমরা ভারতের নদীরতীরে অবস্থিত শহরসমূহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে সম্পাদন করেছি।
ভারতের নদীরতীরে অবস্থিত শহরসমূহ pdf
ক্রম | শহর | নদী |
---|---|---|
1 | এলাহাবাদ | গঙ্গা ও যমুনা নদী |
2 | পাটনা | গঙ্গা নদী |
3 | বারাণসী | গঙ্গা নদী |
4 | কানপুর | গঙ্গা নদী |
5 | হরিদ্বার | গঙ্গা নদী |
6 | বদ্রীনাথ | অলকানন্দা নদী |
7 | আগ্রা | যমুনা নদী |
8 | দিল্লী | যমুনা নদী |
9 | মথুরা | যমুনা নদী |
10 | ফিরোজপুর | শতদ্রু নদী |
11 | লুধিয়ানা | শতদ্রু নদী |
12 | শ্রীনগর | ঝিলম নদী |
13 | লখনৌ | গোমতী নদী |
14 | জনপুর | গোমতী নদী |
15 | অযোধ্যা | সরযূ নদী |
16 | বরেলি | রামগঙ্গা নদী |
17 | আমেদাবাদ | সবরমতি নদী |
18 | কোটা | চম্বল নদী |
19 | জবলপুর | নর্মদা নদী |
20 | পানাজি | মান্দভী নদী |
21 | উজ্জয়নী | শিপ্রা নদী |
22 | সুরাট | তাপ্তি নদী |
23 | জামশেদপুর | সুবর্ণরেখা নদী |
24 | ডিব্রুগড় | ব্রহ্মপুত্র নদী |
25 | গোহাটি | ব্রহ্মপুত্র নদী |
26 | কলকাতা | হুগলি নদী |
27 | সম্বলপুর | মহানদী নদী |
28 | কটক | মহানদী নদী |
29 | হায়দ্রাবাদ | মুশি নদী |
30 | নাসিক | গোদাবরী নদী |
31 | বিজয়ওয়ারা | কৃষ্ণা নদী |
32 | কুর্নুল | তুঙ্গভদ্রা নদী |
33 | তিরুচিরাপল্লী | কাবেরী নদী |
ভারতের নদীরতীরে অবস্থিত শহরসমূহ: Download
ভারতের গুরুত্বপূর্ণ স্থানগুলির ডাকনাম: Download
প্রশ্নঃ শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ ঝিলম নদী।
প্রশ্নঃ আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ যমুনা নদী।
প্রশ্নঃ দিল্লী শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ যমুনা নদী।
প্রশ্নঃ কোলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ হুগলী।
প্রশ্নঃ অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সরযূ নদী।
প্রশ্নঃ নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ গোদাবরী নদী।