ভারতের নদীরতীরে অবস্থিত শহরসমূহ pdf

ভারতের নদীরতীরে অবস্থিত শহরসমূহ pdf: নমস্কার, পাঠকগণ আমরা ভারতের নদীরতীরে অবস্থিত শহরসমূহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে সম্পাদন করেছি।

ভারতের নদীরতীরে অবস্থিত শহরসমূহ pdf

ক্রমশহরনদী
1এলাহাবাদগঙ্গা ও যমুনা নদী
2পাটনাগঙ্গা নদী
3বারাণসীগঙ্গা নদী
4কানপুরগঙ্গা নদী
5হরিদ্বারগঙ্গা নদী
6বদ্রীনাথঅলকানন্দা নদী
7আগ্রাযমুনা নদী
8দিল্লীযমুনা নদী
9মথুরাযমুনা নদী
10ফিরোজপুরশতদ্রু নদী
11লুধিয়ানাশতদ্রু নদী
12শ্রীনগরঝিলম নদী
13লখনৌগোমতী নদী
14জনপুরগোমতী নদী
15অযোধ্যাসরযূ নদী
16বরেলিরামগঙ্গা নদী
17আমেদাবাদসবরমতি নদী
18কোটাচম্বল নদী
19জবলপুরনর্মদা নদী
20পানাজিমান্দভী নদী
21উজ্জয়নীশিপ্রা নদী
22সুরাটতাপ্তি নদী
23জামশেদপুরসুবর্ণরেখা নদী
24ডিব্রুগড়ব্রহ্মপুত্র নদী
25গোহাটিব্রহ্মপুত্র নদী
26কলকাতাহুগলি নদী
27সম্বলপুরমহানদী নদী
28কটকমহানদী নদী
29হায়দ্রাবাদমুশি নদী
30নাসিকগোদাবরী নদী
31বিজয়ওয়ারাকৃষ্ণা নদী
32কুর্নুলতুঙ্গভদ্রা নদী
33তিরুচিরাপল্লীকাবেরী নদী

ভারতের নদীরতীরে অবস্থিত শহরসমূহ: Download

ভারতের গুরুত্বপূর্ণ স্থানগুলির ডাকনাম: Download

প্রশ্নঃ শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ ঝিলম নদী।

প্রশ্নঃ আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ যমুনা নদী।

প্রশ্নঃ দিল্লী শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ যমুনা নদী।

প্রশ্নঃ কোলকাতা কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ হুগলী।

প্রশ্নঃ অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ সরযূ নদী।

প্রশ্নঃ নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ গোদাবরী নদী।

Scroll to Top