Bengali Current Affairs MCQ: 27th December 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 27th December 2022
1. কেন্দ্রীয় যুব এবং ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর কোন শহরে “Sports Science Centre” -এর উদ্বোধন করেছেন?
[A] উদুপি
[B] পুনে
[C] অমরাবতী
[D] বারাণসী
2. কোন রাজ্যে “Khelo India Youth Games 2022” অনুষ্ঠিত হবে?
[A] মধ্যপ্রদেশ
[B] উত্তরপ্রদেশ
[C] রাজস্থান
[D] গুজরাট
3. সম্প্রতি, কাকে “BBC Sports Personality of the Year 2022” নির্বাচন করেছে?
[A] Sana Marine
[B] Pavel Mayer
[C] Ana Jecqueline
[D] Beth Mead
4. সম্প্রতি, কাকে “একলব্য পুরস্কার” দিয়ে সম্মানিত করা হয়েছে?
[A] ন্যান্সি যাদব
[B] স্বাতী সিং
[C] জ্যোতি সিং
[D] মানসী সিং
5. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে “National Youth Convection” -এর উদ্বোধন করবেন?
[A] উত্তরপ্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] কর্ণাটক
[D] অন্ধ্রপ্রদেশ
6. কোন দেশ “Football Club World Cup 2023” হোস্ট করবে?
[A] পর্তুগাল
[B] ফ্রান্স
[C] জার্মানী
[D] মরক্কো
7. “International Boxing Day” কবে পালিত হয়?
[A] 15 ডিসেম্বর
[B] 20 ডিসেম্বর
[C] 21 ডিসেম্বর
[D] 26 ডিসেম্বর
8. “Puma India” নিম্নলিখিত কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে?
[A] আলিয়া ভাট
[B] কিয়ারা আদবানি
[C] শ্রদ্ধা কাপুর
[D] অনুষ্কা শর্মা