Bengali Current Affairs MCQ: 28-29th December 2022 সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিসুয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রূপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Bengali Current Affairs MCQ: 28-29th December 2022
1. সম্প্রতি, কোন রাজ্যে “International Beach Festival” অনুষ্ঠিত হয়েছে?
[A] তামিলনাড়ু
[B] উড়িষ্যা
[C] মহারাষ্ট্র
[D] কেরালা
2. সম্প্রতি, কাকে পুরুষ বিভাগে “ICC Emerging Cricketer of the Year 2022” জন্য মনোনীত করা হয়েছে?
[A] পৃথ্বি শাও
[B] বীরেন্দ্র সিং
[C] অর্শদীপ সিং
[D] সূর্যকুমার যাদব
3. সম্প্রতি, ভারতের কোন রাজ্য সর্বপ্রথম “Loyayukta Bill” পাশ করেছে?
[A] হরিয়ানা
[B] মহারাষ্ট্র
[C] কেরালা
[D] পাঞ্জাব
4. কোন মন্ত্রক “City Finance Rankings 2022” লঞ্চ করেছে?
[A] Ministry of Corporate Affairs
[B] Ministry of Housing and Urban Affairs
[C] Ministry of MSME
[D] Ministry of Finance
5. সম্প্রতি, কাকে ভারতীয় সেনার মুখ্য ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত করা হয়েছে?
[A] অনিল চৌধুরী
[B] রাজেশ চৌধুরী
[C] অরবিন্দ বলিয়া
[D] গোবিন্দ মাথুর
6. ‘National Mobile Monitoring System (NMMS)’ – কোন কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগ?
[A] Ministry of Agriculture and Farmers Welfare
[B] Ministry of Rural Development
[C] Ministry of Defence
[D] Ministry of Housing and Urban Development
7. সম্প্রতি, “Forks in the Road: My Days at RBI and Beyond” – নামক পুস্তকটি কে লিখেছেন?
[A] দীনেশ মীনা
[B] নীলেশ শাহ
[C] শক্তিকান্ত দাশ
[D] সি. রঙ্গরাজান
8. ভারতীয় রেলওয়ে বোর্ড -এর চেয়ারম্যান এবং CEO পদে কাকে নিযুক্ত করা হয়েছে?
[A] বিবেক কুমার
[B] অনিল কুমার লাহোতি
[C] চন্দ্রমোহন শর্মা
[D] জগদীশ কুমার