ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ সমূহ PDF

ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ সমূহ: নমস্কার, পাঠকগণ আমরা ভারতের গুরুত্বপূর্ণ স্থানগুলির উপ-নামের তালিকাটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর লক্ষ্য রেখে সম্পাদন করেছি।

ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ

নামস্থানযিনি নির্মাণ করেছেন
অজন্তা ইলোরা গুহাওরঙ্গাবাদ (মহারাষ্ট্র )গুপ্ত সম্রাট
বিবিকা -মাকবারাওরঙ্গাবাদ (মহারাষ্ট্র)ঔরঙ্গজেব
এলিফেন্ট কেভমুম্বাই (মহারাষ্ট্র)রাষ্ট্রকূট
ভারতের প্রবেশদ্বারমুম্বাই (মহারাষ্ট্র)ব্রিটিশ
কানানির দুর্গমুম্বাই (মহারাষ্ট্র)বৌদ্ধরা
আরাম বাগআগ্রা (উত্তরপ্রদেশ)বাবর
আগ্রা ফোর্টআগ্রা (উত্তরপ্রদেশ)আকবর 
আকবরের সমাধিসেকেন্দ্রাবাদ (উত্তরপ্রদেশ)আকবর
ঈদমাদ -উদ-দৌলাআগ্রা (উত্তরপ্রদেশ)নুরজাহান
আনন্দ ভবনএলাহাবাদ (উত্তরপ্রদেশ)মতিলাল নেহেরু
বড়ো ইমামবাড়ালখনৌ (উত্তরপ্রদেশ)আসফ উদ-দৌলা
ছোটো ইমামবাড়ালখনৌ (উত্তরপ্রদেশ)মহম্মদ আলী শাহ
দেওয়ান-ই-খাসআগ্রা ফোর্ট (উত্তরপ্রদেশ)শাজাহান
ফতেপুর সিক্রিআগ্রা (উত্তরপ্রদেশ)আকবর
শিসমহলআগ্রা (উত্তরপ্রদেশ)শাজাহান
সতী বুর্জমথুরা (উত্তরপ্রদেশ)রাজা ভগবান দাস
তাজমহলআগ্রা (উত্তরপ্রদেশ)শাজাহান
মতি মসজিদআগ্রা ফোর্ট (উত্তরপ্রদেশ)শাহজাহান
মতি মসজিদদিল্লী ফোর্টঔরংজেব
জামা মসজিদআগ্রা (উত্তরপ্রদেশ)শাজাহান
জামা মসজিদদিল্লীশাজাহান
ফিরোজ শাহ কোটলাদিল্লীফিরোজ শাহ তুঘলক
হজ খাসদিল্লীআলাউদ্দিন খলজি
হুমায়ূনের সমাধিদিল্লীশাজাহান
য্ন্ত্রর মন্ত্ররদিল্লীসাওয়াই জয় সিং
খিড়কি মসজিদদিল্লীগিয়াসুদ্দিন তুঘলক
লক্ষ্মীনারায়ণ মন্দিরদিল্লীবিড়লা পরিবার
পুরানা কেল্লাদিল্লীশেরশাহ সুড়ি
প্রেসিডেন্ট হাউসদিল্লীব্রিটিশ
কুতুবমিনারদিল্লীকুতুবুদ্দিন আইবেক
লালকেল্লাদিল্লীশাজাহান
ভরতপুর দুর্গভরতপুর (রাজ্যস্থান)রাজা সুরজমল সিং
দুর্গ আজমীর শরীফআজমীর (রাজ্যস্থান)সুলতান গিয়াসুদ্দিন
দিলওয়ারা জৈন মন্দিরমাউন্ট আবু (রাজ্যস্থান)সিন্ধরাজ
আড়াই-দিনকা-ঝোপড়াআজমীর (রাজ্যস্থান)কুতুবুদ্দিন আইবক
হাওয়া মহলজয়পুর (রাজ্যস্থান)মহারাজা প্রতাপ সিংহ
জয়গড়দুর্গজয়পুর (রাজ্যস্থান)সাওয়াই জয় সিং
যোধপুর দুর্গযোধপুর (রাজ্যস্থান)রাও সাধারজি
নাহারগর দুর্গজয়পুর (রাজ্যস্থান)সাওয়াই জয় সিং
বিজয় স্তম্ভচিতোরগর (রাজ্যস্থান)মহারানা কুম্ভ
চারমিনারহায়দ্রাবাদ (অন্ধ্রপ্রদেশ)কুলি কুতুব শাহ
মক্কা মসজিদহায়দ্রাবাদ (অন্ধ্রপ্রদেশ)কুলি কুতুব শাহ
চারার -ই -শরীফজম্মু ও কাশ্মীরজয়নাল আবেদীন
শালিমার গার্ডেনশ্রীনগর (জম্মু ও কাশ্মীর )জাহাঙ্গীর
গোলঘরপাটনা (বিহার)ব্রিটিশ
পাথর কি মসজিদপাটনা (বিহার)পারভেজ শাহ
শেরশাহের সমাধিসাসারাম (বিহার)শেরশাহের পুত্র
বিষ্ণুপদ মন্দিরগয়া (বিহার)গয়া (বিহার)
শান্তিনিকেতনপশ্চিমবঙ্গরবীন্দ্রনাথ ঠাকুর
বেলুড়মঠকোলকাতা (পশ্চিমবঙ্গ)স্বামী বিবেকানন্দ
ভিক্টরিয়া মেমোরিয়ালকোলকাতা (পশ্চিমবঙ্গ)ব্রিটিশ সরকার
স্বর্ণ মন্দিরঅমৃতসর (পাঞ্জাব)গুরু রামদাস
জগন্নাথ মন্দিরপুরি (উড়িষ্যা )অনন্ত বর্মন গঙ্গ
সূর্য মন্দিরকোনারক (উড়িষ্যা)প্রথম নরসিংহ দেব
সবরমতি আশ্রমআমেদাবাদ (গুজরাট)মহাত্মা গান্ধী
লালবাগবেঙ্গালুরু (কর্ণাটক)হায়দার আলী
জিম করবেট উদ্যাননৈনিতাল (উত্তরাখন্ড)স্যার ম্যালকম হেলি
সেন্ট জর্জ ফোর্টচেন্নাই (তামিলনাড়ু)ইস্ট ইন্ডিয়া কোম্পানি
নিশাত গার্ডেনশ্রীনগর (জম্মু ও কাশ্মীর)আসফ আলী

ভারতের বিখ্যাত স্মৃতিসৌধ সমূহ: Download

ভারতের নদীরতীরে অবস্থিত শহরসমূহ: Download

প্রশ্নঃ ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ মহারাষ্ট্র।

প্রশ্নঃ স্বর্ণ মন্দির কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ উড়িষ্যা।

প্রশ্নঃ ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ আগ্রা, উত্তরপ্রদেশ।

প্রশ্নঃ চারমিনার কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

nineteen + thirteen =

Scroll to Top